এই ইনফো গুলো নেট থেকে পাওয়া। আর ইনফো গুলো যদি সত্যি হয় তবে ভাবনার বিষয়.



.
.
.
.
.
লিবিয়ান একনায়ক মুয়াম্মার গাদ্দাফি সম্পর্কে অজানা তথ্যগুলো রীতিমতো চমকপ্রদ তথ্য :
১. গাদ্দাফির শাসন আমলে লিবিয়ার বিদ্যুতের বিল ছিল ফ্রি; বিজলী সব তার নাগরিকদের জন্য বিনামূল্যে।
২. লিবিয়াতে সব জনগণই শুন্য সুদে রাস্টীয় ব্যাংক হতে ঋণ সুবিধা পেতেন।
৩. বাসস্থান লিবিয়াতে মানব অধিকার বলে মনে করা হতো। এবং বাস্তবিক অর্থে প্রতিটি জনগণই এই সুবিধা পেতেন।
৪. লিবিয়া সব নবদম্পতি সরকার দ্বারা ৬০,০০০ দিনার অথবা ৫০,০০০ মাকিন মুদ্রা পেতেন যা তাদের প্রথম এপার্টমেন্ট ক্রয় এবং নব পরিবার শুরতে উপহার সরূপ পাওনা হত।
৫. শিক্ষা এবং চিকিৎসা চিকিত্সা হয় লিবিয়াতে বিনামূল্যে. লিবিয়া মাত্র ২৫% জনগন শিক্ষিত ছিল গাদ্দাফির শাসন আমালের আগে। আজ এই শিক্ষিতের হার ৮৩% ।
৬. লিবিয়ার কোন জনতা কর্মজীবন শেষ করে অথবা পেশা হিসেবে চাষাবাদ কে বেছে নিতে তাহলে তারা চাষের জমি, চাষের একটি ঘর, উপকরণ, বীজ এবং গবাদি পশু সহ সমস্ত কিছুই পাবেন বিনামূল্যে।
৭. যদি লিবিয়ান কোন জনতা তার নিজ দেশে শিক্ষা অথবা চিকিৎসা সুবিধা না পান অথবা অপর্যাপ্ত মনে করেন এবং তারা বাইরে গিয়ে সেই সব সুবিধা পেতে চান তবে সরকারি তহবিল থেকে তাদের জন্য বিদেশে যেতে বাসস্থান এবং গাড়ী ভাতা সুবিধাদি পাওয়ার জন্য প্রতি মাসে ২,৩০০ ডলার ভাতা দেওয়া হতো।
৮. লিবিয়ানরা যদি একটি গাড়ি কিনতে চান তবে লিবিয়ান সরকার একটি গাড়ী কেনায় ৫০%ভর্তুকি দিতেন।
৯. লিবিয়াতে পেট্রল এর মূল্য প্রতি লিটার প্রতি ০.১৪ ডলার।
১০. গাদ্দাফির শাসন আমল পর্যন্ত লিবিয়া কোন বহিরাগত ঋণ ছিল নাহ। ছিল ১৫০ বিলিয়ান মাকিন ডলার জমা যা এখন পৃথিবীর বিভিন্ন দেশে ফ্রিজ হয়ে আছে।
১১. যদি কোন লিবিয়ান স্নাতকের পর হয় চাকুরী পেতে অসমর্থ হয় রাষ্ট্র তার বেকার ভাতা গ্রহন করতো তার চাকরী পাওয়া পর্যন্ত।
১২. লিবিয়ান তেল বিক্রয়ের একটি অংশ লিবিয়ার সমস্ত নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা জমা হতো।
১৩. লিবিয়াতে একজন মা যিনি একটি সন্তানের জন্ম দিয়ে ৫,০০০ ডলার গ্রহণ করেন।
১৪. একটি বড় পাউরুটি কিনতে লিবিয়াতে খরচ হয় ০.১৫ ডলার
১৫. লিবিয়া ২৫% জনতার বিশ্ববিদ্যালয় ডিগ্রী আছে।
১৬. গাদ্দাফি তৈরি করেন পৃথিবীর সবচেয় বৃহত্তম সেচ প্রকল্প, যা মরুভূমির মাঝে নির্মিত।