১. বাপের টাকা থাকলে গাড়ীতে, পকেট ভরা থাকলে সিএনজি, মোটামুটি থাকলে রিকশা আর অভাগা হলে পায়ে হেটে মগবাজার যান।
২. যেদিন যাবেন তার ১৫দিন আগে থেকে দাড়ি কাটবেননা। ফুল হাতা শার্ট পড়বেন, টেট্রনের প্যান্ট যা গোড়ালির উপর পর্যন্ত গুটিয়ে নিতে হবে। জুতার সঙ্গে মুজা পড়বেননা।
৩. মগবাজার দুটো। আপনার গন্তব্য মগবাজার ওয়ারল্যাস রেলগেইট। পার হলেই হাতের ডানদিকে পাবেন দৈনিক সংগ্রাম অফিস। তার ঠিক আগের বিল্ডিঙটায় দেখবেন কাচে ঘেরা একটি অফিস, ভেতরে কম্পিউটারে কম্পোজ হচ্ছে, পাশে লাইব্রেরী। আপনি দুটোর মাঝখান দিয়ে ঢুকবেন। আপনাকে যেতে হবে দোতলায়।
৪. সিড়ি দিয়ে উঠেই দেখবেন বিশাল লাইন, হাতে কাগজ নিয়ে দাড়ানো অনেকে মেয়ে ও পুরুষ। যাদের জামাকাপড় আপনার সঙ্গে মিলবে তারা পুরুষ আর যারা নানা রঙয়ের নিনজা ড্রেস পড়া, তারা মহিলা। এখনই লাইনে দাড়াবেন না।
৫. ঢুকতেই হাতের বামদিকে একটি ছোট কক্ষ। তার উপরে লেখা ايها الماعز سجل هنا
এটার মানে আবার কাউকে জিজ্ঞাস করতে যাবেন না। আমিই বলে দিচ্ছি। নতুন ছাগু হতে চাইলে নিবন্ধন করুন। একজন অমায়িক ভদ্রলোক দেখবেন অনেকগুলো ল্যাপটপ নিয়ে বসে আছেন (চোরাই অবশ্য)। তাকে সালাম দিবেন। তার নাম শামীম ইবনে সালাম।
৬. আপনি কোন ব্লগে লিখবেন সেটা তাকে বলবেন। তবে সামুর নাম বলাই ভালো। এটায় পয়সা বেশী। তারপর আলু আর আমু। আপনি কয়টা নিকে ব্লগিং করতে পারবেন সেটা শামীম ইবনে সালাম ভাইকে বলবেন। নতুন অবস্থায় ৪টির বেশী নিক দেওয়া হয় না। তবে মাস শেষে বিলের ১৫ পারসেন্ট দিতে রাজী থাকলে তিনি তার দশ হাজার নিকের কমপক্ষে ১০টি আপনাকে বরাদ্দ দিবেন। উনার ফোন নম্বর ও ম্যাসেঞ্জার আইডি নিয়ে বাসায় চলে যান। রাতে ফোন করে জেনে নিন আপনার ডিউটি রোস্টার। কয়টা থেকে কয়টা কোন কোন নিকে লগইন করতে হবে।
৭. এরপর খুব সহজ। প্রতিদিন শামীম ইবনে সালাম আপনাকে বলে দেবেন রেডিও তেহরান, সংগ্রাম, নয়াদিগন্ত ও আমার দেশ থেকে কোন নিউজটা কপিপেস্ট করতে হবে। ইসলামী ছাত্র শিবিরের কোন ম্যানুয়েলটা হুবহু তুলে দিতে হবে। এছাড়া প্রতিদিন আপনাকে বিশেস কিছু পোস্ট পাঠানো হবে, সেগুলো পোস্ট করতে থাকবেন। প্রতিদিন যা যা পোস্ট করলেন তা একটি কাগজে টুকে রাখুন।
৮. একমাস পর আবার সেই আগের জায়গা। এবার লাইনে দাড়াবেন। কড়কড়া কয়েকটা হাজার টাকার নোট নিয়ে বের হয়ে আসবেন।
ডেসটিনি ফেল, কি কন!!
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:১৫