নিঃশেষ হয়ে যাচ্ছি শুধু আনন্দ পাওয়ার আশায়
দুঃসময় সুখের কথা ভোলায়।
নিঃশেষ হয়ে যাচ্ছি আমি, তুমি, আরও অনেকে
সাথে সত্যিকারের ভালোবাসা।
সবাই চায় অন্যকে কষ্ট দিতে
মনে নিয়ে খেয়ালী আশা।
সবাই খোজে ভালোবাসায় নষ্টামির আনন্দ
খোজেনা কেউ ভালোবাসায় সুখ অনন্ত
ঠিক তোমার মত....।
জীবনকে শুধু উপভোগ করা চাই ইচ্ছে মত
ভাবেনা কেউ খেলার পুতুলের কষ্ট জমে কত?
খেলার পুতুল হতে পারি আমি কিংবা তুমি!
নাচতে পারি অন্যের মায়াজালে বন্দী হয়ে
ভালোবাসায় সুখ খুঁজতে গিয়ে
ঠিক আমার মত....।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০০৯ সকাল ৮:১২