বাংলাদেশ আর্মি নাকি সব ঘি খাইয়া সাফা কইরা ফালাইলো, যা ঘি তার নাকি সবই তারা খায়। হেরা নাকি পাকিসতান আমলে ঘি খাওনের সে স্বভাব তাগো যাই নাই। তো ভাবলাম একটু ঘির হিসাব নি আসলে ঘি আছে নাকি।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মুট সদস্য হইলো গিয়া আপনের আড়াই লাখ। এ আড়াই লাখের বাদের আসে নৌ আর বিমান বাহিনীর লুকজন ৬০ হাজারের কাছে। আছে প্যারা কমান্ডো আর বিদেশে শান্তি রক্ষা বাহিনীর লুকজন। তো ধরনের নিট লুকজন হইলো গিয়া আপনের তিন লাখ। এ তিন লাখ লুকের জন্য ক্যাপিটাল ইনভেস্ত আর অপারেশন বাজেট কত জানেন- মাত্র ৮৩৭ মিলিয়ন আম্রিকান ডলার যা মুট বাজেটের ১.৫% আর এটা গত দশ বছরের সর্ব নিম্ন % ওয়াইজ। তো আপনার তিন লাখ লুকের লাগি বছরের পার পার্সন খরচ হইলো গিয়া আপনের ২,৭৯০ আমেরিকান ডলার, মানে বছরের পেরায় ২ লাখ টেকা, মাসে ১৩ হাজার টেকা। মনে রাইকেন এর সব কিন্তু বেতন না, এর মধ্যে ধব্জ ভন্গ মিগ বিমান আচে, বি এন এস খালিদ আছে, বস্তা পচা চাইনিজ টেনক আচে, আবার নতুন ক্যানটনমেনট বানানুর খরচ ভি আছে। বাংলাদেশের আর্মি থাকনের দরকার আছে কিনা সেটা বিতর্কের বিষয়, মাগার ১৩২৫০ টাকায় সেনা, নৌ আর বিমান বাহিনী পোষন মনে হয়না খুব বেশী টেকা। আর ঘি মাখা কওন যায় না যখন, প্রতি বছর % বেইসে ডিফেনস বাজেট কমসে, মুট টেকা বাড়সে, মাগার সেটা বাজেটের সাইজ বাড়নে আর সেনাবাহিনীর কামের স্কোপ বাড়ানোতে।
ফাকিস্তানের অবস্হা কি আসেন শুনি, তাগো মুট লুক হইলো গিয়া ১ মিলিয়নের কাছাকাছি, আর তারো জন্য খরচ হইলো গিয়া আমগো দশ গুন পেরায় আট বিলিয়ন আম্রিকান ডলার, পার পারসনে মাসে খরচ হইলো গিয়া আপনের মাসে ৪৪,০০০ টেকা। ফাকিস্তান আর্মি ফাকিস্তানের জনগনের পুটকি মারন ছাড়া গত ৬০ বছরের আর কিছু করসে নাকি সন্দেহ আছে। হেরা ঘি বানায় খায়। শান্তি পুর্ন সময়ে তাগো ডিফেনস বাজেট বাড়ে, অন্য সময়ে ভারতীয় জুজুতে তাগো ডিফেনস বাজেট বাড়ে। % বা মুট হিসাবে তাগো বাজেট সব সময়ই বাড়ে, যদি রেজাল্ট হইলো হেরা তালেবানগো কাছে আবার ভারতীয় গো কাছে। আর ফাকিস্তানের সেনাবাহিনী ঘি শুদু তাগো পাবলিকের তুন বাইর করেনা খায়ও।
বাংলাদেশের সেনাবাহিনী যা কিছু ভুল করসে ৩৮ বছরে সে সব ভুল গুলানের দায়িত্ব, পাকিস্তান আমলের কত গুলা লুইচ্চা কমিশনড অফিসারের জন্য। এ লুইচচা কমিশনড অফিসাররা দেশ আর সেনাবাহিনীরের এগেনইসটে দাড়া করাইসো। তারা বন্দুকের নলের গনতন্ত্র চালু করসে। মাগার সে সব দিন শেষ, বাংলাদেশ কমিশনড অফিসাররা লিডে আসনের পরে বুজন যাইতাসে সেনাবাহিনী সরকারের আর দেশের সাইডে আছে। ১/১১ তে ক্যামতা আর্মি নিতে পারত আর দেশের জনগন সে সময় আর্মি রুলের জন্য তৈয়ার আছিল,মাগার আর্মি মেচিউরিটি দেখাইসে, তারা সিভিল রুলে গেছে বাই এ ডিগনিফায়েড এন্ড সিস্টেমিক এপ্রোচে।
সেনাবাহিনী ট্যানক নিয়া খুব সহজে সেদিন পিল খানায় ঢুকতে পারত, বিমান বাহিনী নির্বিচার বোমা বর্ষন করতে পারত। হাসিনারের তার সামসু পাগলার মুরিদান সাহারা খাতুন নিয়া গোপাল গন্জে বনবাস দিতে পারত। মাগার সেনাবাহিনী চেইন অব কমানড মানছে। তারা পেরাই মিনিষ্টার গো লগে সেনাকুন্জে কি কথা কইসে তাতে চেইন অব কমানড ভাগেনা। তাগো নিয়া কাহানী আর তাতে তাগো সে থাকতে পারে। বাংলাদেসের আর্মড ফোরসেস মেচিউরিং। হেরা দেশের সন্তান হিসাবে স্টেক হোল্ডার। আর পাকিস্তান আমলের লুইচ্ছা কমিশনড অফিসার জিয়া এরশাদের জন্য এ নতুন প্রজন্মে কে দুরে না সরাইয়া দি। সময় আসছে, তাগো দেশের প্রতিষ্টান হিসাবে দেকনের।
যারা আর্মির সাড়ে পাচ হাজার কুটি টাকার হিসাব চান, হেগোরে ঘি পুলাও খাওনের অভিযোগ দেন মনে রাখনে। সেই ৭৫ সন থেকে আর্মিরে সিভিল গভরনমেনটের এনিমি দেখনের যে কালচার লুইচ্চা পাকিস্তানি কমিশনড অফিসার রা চালু করসে তা ভান্গার সময় আসছে। এনিমসটি লিডস টু এনিমসিটি। ফ্রেনড শিপ লিডস টু বেটার রিলেশন। মনে রাইকেন আর্মি পার পারসন পার মাসে খরচ ১৩,২৫০ টেকা আর সেটা টুটাল খরচ-ধব্জ ভন্গ মিগ বিমান আচে, বি এন এস খালিদ আছে, বস্তা পচা চাইনিজ টেনক আচে, আবার নতুন ক্যানটনমেনট বানানুর খরচ ভি আছে। আরু আচে রেগুলার ট্রেনিং আর এ টাকার মেজরিটি যায় এ দেশের মানুষের কাছেই। পাকিস্তান আমলের লুইচ্চা কমিশনড মাষ্টররা গন তাগো গোষ্টের জন্য আর্মিরে এনিমি ভাইবেন না।
পূর্বের লেখার লিঙ্ক: http://m.somewhereinblog.net/blog/paglaaijublog/28919861