তত্বাবধায়ক আমলে যিনি তৎকালীন চারদলীয় জোট এবং মহাজোট নেতাকর্মীদের দুর্নীতির ইতিহাস পর্যালোচনা করে আদালতের মাধ্যমে তাদেরকে শাস্তি প্রদান করে বাংলার ইতিহাসে এক অনবদ্ধ ঘটনার অবতারনা করেছেন, সেই ইিতহাসের নায়ক আজ সবকিছু ছেড়ে আল্লার ইচ্ছায় দপ্তর ত্যাগ করেছেন। তাই্আশায় বুক বেধেছিল যারা সেই সচেতন নাগরিকদের আজকে মনের জিজ্ঞাসা...........................
০১. তিনি কি সত্যিই দেশের স্বর্থে কাজ শুরু করেছিলেন?
০২. নাকি কারো মনের ইচ্ছা / বাসনা পূরণের জন্য ?
০৩. দেরশর স্বার্থে কাজ শুরু করলেতো আজ পদত্যাগ না করে দেশের জন্যই কাজ করতেন এবং যাবতীয় প্রতিবন্ধকতা সেনাপ্রধানের মতই মোকাবেলা করতেন।
০৪. তিনি কি আল্লার ইচ্ছায় কাজ শুরু করেছিলেন?
০৫. নাকি অন্য কারো ইচ্ছায় শুরু করে আল্লাহর ইচ্ছায় শেষ করেছেন?
০৬. তিনি আল্লার ইচ্ছায় এবং দেশের স্বার্থে যদি শুরু করেন তাহলে পদত্যাগ করলেন কেন?
০৭. ব্লগারদের কাছে প্রশ্ন রয়ে গেল
১. ০৪ ঠা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০২ ০