ব্লুরে আসা মাত্রেরই দেখিতে বসিলাম "Snow White and the Huntsman" মুভি খানা ।
রেটিং ছিলো ৬.৪ আর পোষ্টার খানাও ছিলো সিরাম, তাই ভাবিলাম এই মুভি দেখিতে সমস্যা নাই ।
ডাউনলোডানোর পর যথারীতি শুরু হইলো সাথে সাথে দেখা । আসলে কি , তাজা মুভির স্বাদই অন্যরকম

ছবির শুরুতেই সেই পুরোন ত্যানা

যাক, দখল নেয়ার পর ভাবলাম এইবার কিছু টুইষ্ট আসবে । কিন্তু ত্যানা বাকি ছিলো ! নতুন রানী আবার ডাইনি বিশেষ

তিনি প্রতিদিনই নিত্য নতুন মেয়েদের কাছ হইতে যৌবন আরোহোন করেন ! আবারো ব্লা ব্লা ব্লা ...........
ধৈর্য্য ধরিয়া ভাবিলাম এইবার নতুন কিছু হইবেক, কিন্তু আফসোস !
চিরচারিত বাংলা সিনেমার ন্যায় রানী জানিলেন এইবার রাজকন্যার হার্ট চিরে বের না করে নিলে তার আর চিরযৌবনা থাকিবার উপায় নাই :-<
কাহিনী মুতাবেক রাজকন্যা সময় মতো ভাগিলেন , পাইলেন নায়কের দেখা, আবারো ব্লা ব্লা ব্লা .......
যাই হোক, মুভির মাঝখানে নিয়া যাই, নইলে ব্লা ব্লা ব্লা লিখিয়াই সময় পার হইয়া যাইবেক ।
মুভির মাঝে আসিয়া দেখি Kristen Stewart ( ক্রিস্টেন স্টুয়ার্ট ) মুভির নায়িকা যিনি টুইলাইট কুখ্যাদ্য মুভির জন্যে কুখ্যাত । তিনি হঠাত ঢলিয়া পড়িয়া মারা যান

ভাবিলাম যাই হোক, আপদ বিদায় গিয়াছে , এই বার মুভিতে প্রান আসিবে ।কারন এই মহান নায়িকা সারা মুভিতে যেই পরিমান এক্সপ্রেশন দিয়েছিলেন তার চেয়ে বেশি এক্সপ্রেশন সম্ভবত মুভিতে ব্যাবহার করা 'দা-কুড়াল' কিংবা ‘ঢাল-তলোয়ার’ দিয়াছিলো ।
কিন্তু বিধিবাম একি ! মুভির ২য় নায়ক যখন তার মৃতদেহের কাছে গিয়া তাহার আকুতি জানাইলেন, তিনি তাহাকে কতটা চাইতেন (আবারো ব্লা ব্লা ব্লা…..) তাতেই কুফা লাগিয়া গেলো !
মৃত নায়িকা ঘুম হইতে উঠিবার ন্যায় উঠিয়া গেলেন এবং আবদার করিলেন যুদ্ধে যাইবো

যাই হোক, মুভির নায়ক মাত্রেরই ভোদাই এবং বেওয়াকুফ , তাই প্রেমিকদ্বয় চোখে চোখ রাখিয়া বলিলেন চলো যাই, মধুচন্দ্রিমা সেখাইনেই বানাই ! , তোমার বাবার দেশ আবার ফিরিয়ে আনি ! (যেনো পুতুল খেলা

নায়িকা আদেশ দিয়াছেন, আর যায় কোথা , কোন পরিকল্পনা নাই, কিচ্ছু নাই। সবাই সোজা দুষ্ট রানীর প্রাসাদের দিকে দৌড়াইতে লাগিলেন , আজ দখল তারা নিয়েই ছাড়বেন !
কিন্তু এখানেও সমস্যা , সবাই মরে তো দুষ্ট রানী মরে না !
এবার ঘটলো চমৎকারী ঘটনা ! এক্সপ্রেশন বিহীন নায়িকা মুখে কিছুটা এক্সপ্রেশন দিলেন, সম্ভবত রানী ইহাতেই মারা গেলেন !!
মশা মাছির মতো অসঙ্খ্য প্রজা-সৈনিক মরিয়া অবশেষ নটে গাছটা মুড়োলো , মুভি (!) ও শেষ হলো ।
আফসোসের ব্যাপার এত কিছুর পরও নায়িকা Kristen Stewart ঠিক একই এক্সপ্রেশন দিলেন যখন তিনি মারা যাচ্ছিলেন কিংবা যখন তিনি নায়কের দিকে রোমান্টিক দৃষ্টিতে তাকিয়েছিলেন ।
এখন এই ফালতু মুভির আরো বেশী ফালতু রিভিউ পড়েও যদি আপনি মুভিটি দেখতে বসেন, তাহলে শুধু একটি কথাই বলার থাকে।
আপনাকেই খুজছে ক্রিষ্টেন ষ্টুয়ার্ট

ও আচ্ছা আমার জীবনের ১২৭ মিনিট বেহুদা, বাকোয়াস ভাবে কাটিয়া গেলো তাহা উল্লেখ করিতে ভুলিয়া গিয়াছিলাম

ক্রিষ্টেন ষ্টুয়ার্টকে দেখে আমার বানানো একটা ইমেজ আশা করি তার পরিচয় বহন করবেঃ
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৩৬