কিছু দিন আগে পছন্দের বাইরে গিয়ে দেখে ফেললাম একটা "Norwich'' মুভি । কারো রিকমেন্ডশনে নয় নেটে সার্চ দিয়ে ছবির নাম আর ট্রেইলার ভালো লাগায় অচেনা একটা ভাষার মুভি দেখতে বসা ।
দেখার পরই বুঝতে পারলাম দেখলে এই ধরনের মুভিই দেখা উচিত । অসাধারন চিত্রায়ন , ভিন্নমাত্রার কাহিনী মুভিটিকে দিয়েছে অন্য মাত্রা । শুধু মুভিখোর নয় নন-মুভিখোর দের জন্য আদর্শ একটা মুভি ।

কাহিনী সংক্ষেপঃ শুরুতেই ছবির নায়ক একটি স্বনামধন্য কোম্পানির বেশ উচু পদে অসীন থাকেন । উনার স্যালারি বেশ ভালো হলেও উচ্চাভিলাষী সঙ্গিনীর জন্য তা বেশ কম পড়ে যায় । এ কারনে তিনি সবার অগোচোরে বিভিন্ন জায়গা থেকে অমুল্য পেইন্টিং চুরি করে তা বিশ্বস্ত সঙ্গীর মাধম্যে বিক্রি করে তার বান্ধবীর সকল চাহিদা পুরন করেন ।
এইরকম ভাবেই তাদের জীবন কেটে যাচ্ছিলো কিন্তু সুখের সংসারে হঠাত করেই নেমে আসে অন্ধকার, ঘটনাপ্রবাহে তার বান্ধবীর পুরোনো বন্ধুর সাথে তাদের দেখা হয় । গল্পের নায়ক মনে করতে থাকে তার বান্ধবী আর সেই পুরোনো বন্ধুর মধ্যে পরকীয়া চলছে । আবার বান্ধবীর পুরোনো সেই বন্ধুর কাছে থাকে পৈত্রিক সুত্রে পাওয়া এক অমূল্য পেইন্টিং !
সেই পেইন্টিং চুরি আর প্রেমিকাকে নিজের দিকে আকৃষ্ট করতে গিয়ে নায়ক ফেসে যায় এক মহা গ্যাড়াকলে , নিজ চাকরি হারায় , খুনের দায়ে ফেসে যায় , এমনকি তার সেই বান্ধবীর পুরোনো বন্ধু তাকে খুন করার জন্য খুজতে থাকে , সে নিজে তার বান্ধবীর বিশ্বস্ততা হারায় কিন্তু অবশেষে নিজ বুদ্ধিবলে সে বেরিয়ে আসে ।
ফিরে পায় তার সাধারন সুন্দর জীবন ।
অসাধারন এই মুভিটির শেষ দিকের অংশ আমি শুধু কয়েক লাইনেই শেষ করলাম কারন এখানেই ছবিটির আসল মজা , বলে দিলে আর দেখবেন কি ?
ছবিটা আমার মনে দাগ ফেলে গিয়েছে বিশেষ করে মুভির শুরুতেই নায়কের ১.৬৮ মিটার লম্বা হওয়ার কারনে তার অস্বস্তি এবং মুভির শেষে তার ঠিক একই কারনে গর্ব বোধ করা আমাদের জন্য বেশ শিক্ষনীয় হতে পারে ।
পুরো মুভিটি ছিলো টুইষ্টে ভরপুর ! দেখতে বসলে উঠতে মন চাইবে না ।
শুধু টাইম পাস মুভি নয় তা আমি নিশ্চিত করে বলে দিতে পারি ।
মুভিটি সম্পর্কে আমার বেক্তিগত রেটিং ১০/৮.২
বিঃদ্রঃ ছবির শুরুতেই ১টা ১৮+ দৃশ্য আছে , সুশীলরা সহ্য করতে পারবেন কিনা কে জানে

আইএমডিবি লিংক
ডাউনলোড লিংকঃ
টরেন্ট
মিডিয়াফায়ার লিঙ্কঃ
পার্ট ১
পার্ট ২
পার্ট ৩
মিডিয়াফায়ার লিংক এর জন্য ব্লগার মাগুর মাছকে ধন্যবাদ ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৫