বাম বুকে আর বাম হাতে ব্যাথা নিয়ে লিখতে বসেছি , ঘটনাটা কয়েক সাপ্তাহ আগের , লিখতে গিয়ে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে

কিছু দিন আগেই আমার ৩ বন্ধু কে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, দুপুরে বাইরে ভরপেট খেয়ে দেয়ে ভাবলাম এবার একটা লম্বা হাটা না দিলে আমার দুর্বল পাকস্থলী গুরু পাক খাবার হজম করতে পারবে না ,তাই চলে গেলাম চা বাগানে, সাথে জুটিয়ে নিলাম আরো কিছু বন্ধু , সারা বিকাল লুলামি করে মিষ্টি পান মুখে চিবাতে চিবাতে বাসায় ফিরে আসার জন্য হাটছিলাম ।
হাঠতে হাঠতে রাস্তায় রিকসা খুজছিলাম , দেখলাম দুইটা বিশাল আকারের গরু আমাদের বিপরীত দিকে আসছে, তখন আমার তিন বন্ধু একটু সামনে ছিলো আর আমি তাদের কিছুটা পিছনে আর আমার ডান দিকে দুইজন মহিলা হেটে যাচ্ছেন।
হঠাত সামনে থাকা গরুটা বিচিত্র কারনে আমাদের দিকে ছুটতে শুরু করলো



কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গেছে ! আমার গরুর দৌড় খেয়ে রাস্তায় পড়ে যাওয়া দেখে মানুষ হাসাহাসি শুরু করে দিয়েছে !



অবষেশে আমার দোস্তরা এসে আমার এই অবস্থা থেকে আমাকে উদ্ধার করলো !
সি.আই.ডির কারন অনুসন্ধানঃ
আমি এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানালাম এবং গরু দ্বারা আমাকে দৌড়ানোর কারন বের করতে নিজেই সি.আই.ডি সেজে তদন্তে নামালাম, গভীর অনুসন্ধান শেষে নিচের সম্ভাব্য কারন গুলো পেলামঃ
১ নং কারনঃ
*হতে পারে অই প্রাণীটি গাভী ছিলো, আর আমার সাকিব খানের মতো চেহেরা দেখে আকৃষ্ট হয়েছিলো !!!

আমার জবাবঃ এক্ষেত্রে জাতিকে জানিয়ে দিতে চাই , আমি শুধু মাত্র মানুষে আগ্রহী এবং মানুষের মধ্যে শুধু নারীদের ক্ষেত্রেই আগ্রহী

২ নং কারনঃ
*হতে পারে অই প্রানী টি ষাড় ছিলো, কিন্তু সে ভেবেছিলো আমি তার গার্লফ্রেন্ড কে চোখ টিপা মেরেছি কিংবা প্রপোজ করেছি !!
আমার জবাবঃ এক্ষেত্রে আমি আবারো জাতিকে জানিয়ে দিতে চাই, আমি গরুর গার্লফ্রেন্ড কে তো দুরে থাক, কোন মানুষের গার্লফ্রেন্ড কেও চোখ টিপা মারি না ! (খুবই লাজুক স্বভাবের তো)
*গরু কি কারনে আমাকে দৌড়ানি দিয়েছিলো সেই সুনির্দিষ্ট কারন আজো বের করতে পারিনি ।
এই পোস্ট পড়ার কারনে গরু যদি আবার কাউকে দৌড়াতে আসে তবে সেক্ষেত্রে লেখক দায়ি নন

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:০৮