একটা গান সর্বোচ্চ কতবার শোনা যায়?আমি শুনছি অসংখ্যবার...
Guns 'n Roses.......লিজেন্ডারি এক ব্যান্ডের নাম,অনেক আগে থেকে গান শুনি ওদের,patience আগে শুনিনি তা নয়, কিন্তু গত কদিন ধরে যা চলছে তার কোনো তুলনা নেই,ঘুমাবার আগে....উঠার পরে, দিনে রাতে, নপ-স্টপ....
Shed a tear 'cause I'm missing you
I'm still alright to smile
Girl, I think about you every day now
Was a time when I wasn't sure
But you set my mind at ease
There is no doubt you're in my heart now.......
পুরো একটা এলবাম নিয়ে লেখাই আমার স্বভাব, এক্ষেত্রে তার ব্যাতিক্রম.....
গানের শুরুতেই Axel Rose-এর হৃদয় শীতল করে দেওয়া শিস..........আহা!!সামান্য শব্দও এত মধুর হয়??
তা চলতে চলতেই আসে Slash-এর লিড গিটারের বুকে খোচা মারা আওয়াজ (এ জীবনে হয়ত পারব না, পরকালে যদি পারি তো এই লোকটার মত গিটার বাজানোর বায়না করবো পরম-করুনাময়ের কাছে....)
এরপর তো আছেই মন ভালো করে দেওয়া লিরিক্স..........
I Sit here on the stairs
'Cause I'd rather be alone
If I can't have you right now, I'll wait dear.......
Sometimes, I get so tense
But I can't speed up the time
But you know, love, there's one more thing to consider
সমস্ত গান জুড়েই আছে অসাধারণ সব গিটারের কাজ.....
G N R_ Patience
অনেক ভারী গান করে খ্যাতি পাওয়া এই ব্যান্ডটি এই গানে যথেষ্ঠ শান্ত কোনো ড্রাম নেই, শুধুই অ্যাকুস্টিক.
অতিরিক্ত প্রতিভাবান লোকগুলো কেন যে খুব বেশিদিন একসাথে থাকতে পারে না?পোস্ট দেবার ইচ্ছা জেগেছিল অনেক আগেই, কিন্তু ব্যান্ডটা ভেঙে যাবার কাহিনী জেনে এত বেশি মন খারাপ হয়ে যায় যে................ আজও আফসোস হয় কেন ৯২ সালে ওদের কনসার্ট দেখতে পারিনি.......
I've been walking these streets at night,
Just trying to get it right....
It's hard to see with so many around...
You know I don't like being stuck in a crowd.....
And the streets don't change but maybe the name........
I ain't got time for the game........
'Cause I need you
Yeah, yeah well I need you
গানস এন্ড রোজেসের আরো কিছু মাস্টারপিস :
#Paradise city
এই গানটাতে slash ভাই বোধহয় কিছুটা কিছুটা রিফের কাজ করছেন!
ইদানিং গানটাকে বন্ধুমহলে ফেসবুক স্টাটাস হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠতেও দেখছি!!!!!
#এর পরেই আসে বিখ্যাত November rain
গানটা সম্পর্কে আরো ভালো জানবেন এই পোস্টে
#Sweet Child O Mine এইটা নিয়ে বলার মত কিছু বাকি আছে বলে মনে পরে না......
আবেগ থাকা ভালো, খুব বেশি থাকা ভালো না, গান নিয়ে আমার এত আবেগ কি কোনো বিপদের পূর্ব সংকেত?
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৯