[অ্যাপলিকেশনের ডাউনলোড লিঙ্ক]
আকজকের দিনের সফটওয়ার আর অ্যাপের সবচেয়ে বড় বাজার নিঃসন্দেহে অ্যান্ড্রয়েড। অন্যান্য প্লাটফর্মে অনেক দিন কাজ করার পরেও তাই ইচ্ছা ছিলো অ্যান্ড্রয়েড মার্কেটে ঢোকা। ইতিপূর্বে আমি কিছু ছোট-ছোট ইসলামিক অ্যাপলিকেশন নিয়ে কাজ করছিলাম।
তবে আমার ইচ্ছা ছিলো আরও বড় কিছু করার, সম্পূর্ণ আল-ক্বুর'আনকে একটি অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশনের মাধ্যমে সব অবস্থায় সকলের জন্য পড়া, অর্থ বুঝা ও তেলাওয়াত শোনা খুব সহজলভ্য করা।
সেই লক্ষ্যেই কাজ করে চলেছিলাম বেশ অনেক দিন থেকে। প্রথম থেকেই আমার ইচ্ছা ছিলো আল-ক্বুর'আনের অ্যাপলিকেশনটি হবে বাংলা অনুবাদসহ। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ না বুঝেই ক্বুর'আন পাঠ করে, ফলে মূল বক্তব্য বুঝার সুযোগ থেকে তারা হয় বঞ্চিত। তাই আমার প্রথম কাজ ছিলো আল-ক্বুর'আনের ১১৪ টি সূরার প্রতিটির জন্য আরবী এবং বাংলা ফাইল তৈরি করা। এই কাজটি খুবই পরিশ্রমসাধ্য ও ধৈর্য্যের খুব কঠিন পরীক্ষা নিয়েছে আমার, তবে স্বীকার করতেই হবে আমার কাজটি সহস্রগুণ সহজ করে দিয়েছে বাংলা ইসলামি ব্লগগুলো। আল-ক্বুর'আন নিয়ে অসাধারণ কিছু ব্লগ আমাকে প্রতিটি সূরার ফাইল তৈরি করতে এবং ভুল-ভ্রান্তি যাচাই করতে সাহায্য করেছে।
ফাইলগুলো তৈরির পর আমার ইচ্ছা ছিলো ঝটপট সূরাগুলোকে একত্রিত করে অ্যাপলিকেশনটি প্রকাশ করা। কিন্তু আমার সার্বক্ষণিক উপদেষ্টা (বউ) বললো সূরাগুলো শুধু পড়ার পাশাপাশি যদি তেলাওয়াত শোনার ব্যবস্থা করা যায়, তাহলে সবারই অনেক বেশি কাজে লাগবে। কথাটা শুনে আমারও খুব মনে ধরলো। কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। সবগুলো সূরার টেক্সট ফাইলকে বিশেষভাবে কম্প্রেস করার পর অ্যাপলিকেশনের আকার দেড় মেগাবাইটের মধ্যে রাখা গেলো, কিন্তু সবগুলো সূরার অডিও ফাইল দিতে গেলে যে দুই-তিনশ' মেগাবাইট হয়ে যাবে!
সেক্ষেত্রে আমার যে মূল উদ্দেশ্য (সর্বাবস্থায় সকলের জন্য বঙ্গানুবাদসহ আল-ক্বুর'আনকে সহজলভ্য করা), তা-ই ব্যর্থ হতে পারে। কারণ আমাদের দেশের বাস্তবতায় বেশিরভাগ মোবাইল ব্যবহারকারীই ইন্টারনেটের ছোট-ছোট প্যাকেজ ব্যবহার করে। তাই আমি সব সময় চেষ্টা করি সাধারণ মানুষের উদ্দেশ্যে বানানো অ্যাপলিকেশনের আকার যতোটা সম্ভব ছোট রাখতে, যাতে সবচেয়ে দুর্বল নেট ব্যবহারকারী ব্যক্তিও খুব সহজে অ্যাপলিকেশনটি নামিয়ে নিতে পারেন।
এই সমস্যাটি সমাধানের জন্য ব্যবস্থাটি করলাম এমনভাবে যে, প্রথমে অ্যাপলিকেশনটি নামানোর সময় কোন অডিও ফাইল থাকবে না। এরপর ব্যবহারকারী কোন সূরার তেলাওয়াত শুনতে চাইলে প্রথমবার তাকে সেই ফাইলটি নামিয়ে নিতে হবে (অ্যাপের ভেতরে খুব সহজেই স্বয়ংক্রিয়ভাবে কাজটি হয়ে যাবে, ইউজারকে শুধু "আমি অডিও তেলাওয়াত ফাইলটি ডাউনলোড করতে রাজি"- এরকম একটি বাটন চাপলেই হবে)
তবে যেহেতু সমগ্র আল-ক্বুর'আনের আকার অনেক বড়, তাই ব্যবহারকারীর উপর বাড়তি ডাউনলোডের ভার যতোটা সম্ভব কমানোর জন্য আমি নেটে খুঁজে খুঁজে ছোট আকারের অডিও ফাইল বের করেছি প্রতিটি সূরার জন্য। তবে শ্রুতিমধুর তেলাওয়াত না হলে সেই ফাইল বাদ দিয়ে সামান্য একটু বড় হলেও আকর্ষণীয় তেলাওয়াত ব্যবহার করেছি। এই কাজেও সময় ব্যয় হয়েছে বেশ। ছোট-ছোট সূরাগুলোর জন্য অডিও ফাইল এক মেগাবাইটের মধ্যেই আছে, তবে বড় সূরাগুলোর জন্য যথেষ্ট কম্প্রেস করার পরেও বেশ বড় ফাইল (সূরা ইয়াসীনের ফাইল সাইজ প্রায় তেরো মেগাবাইট, সূরা আর-রাহমানের সাইজ প্রায় আট মেগাবাইট) নামাতে হতে পারে।
এসব করতে করতে আল-ক্বুর'আন বিষয়ক অনেক ব্লগ ঘাটাঘাটি করতে হয়েছে, শেষে লোভ সামলাতে না পেরে সেইসব ব্লগ থেকে বেছে-বেছে কিছু হাদীস ও মাস'আলা তুলে দিয়েছি অ্যাপলিকেশনে।
অবশেষে তৈরি হলো আমার দীর্ঘদিনের পরিশ্রমের বঙ্গানুবাদসহ আল-ক্বুর'আন অ্যান্ড্রয়েড অ্যাপলিকেশন। কাজটি শেষ করতে পেরে আমি যারপরনাই আনন্দিত।
আপনারা অ্যাপলিকেশনটি এখান থেকে নামিয়ে নিতে পারেন। নিচে অ্যাপলিকেশনের কিছু স্ক্রীনশট তুলে দিলাম।
হোমস্ক্রীনের ছবিঃ
সূরার তালিকাঃ
সূরা পড়ার স্ক্রীনঃ
তেলাওয়াতের অডিও ফাইল চলছে, সাথে অনুবাদসহ সূরা পড়াঃ
কোন সূরা প্রথমবার শোনার আগে অডিও ফাইল নামানোর অনুমতি চাইছে অ্যাপলিকেশনটিঃ
পড়ার মতো অবস্থায় নেই, অথবা রাস্তার জ্যামে বাসে বসে আছেন, শুধুমাত্র অডিও মুডে শুনতে পারেন তেলাওয়াতঃ
এখানে উল্লেখযোগ্য যে, এই প্রথম ভার্সনের পরেও নিয়মিত আপডেট দেওয়ার ইচ্ছা রয়েছে আমার। আসলে এই অ্যাপলিকেশনটি নিয়ে আমি সব সময়েই কিছু না কিছু কাজ করে যাবো বলে আশা রাখি। তাই কোন বিজ্ঞ ব্যবহারকারী আমার অ্যাপলিকেশনটিতে কোন ভুল খুঁজে পেলে (যেহেতু প্রতিটি মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল নিয়ে কাজ করেছি, তাই যথাসাধ্য চেষ্টা করেছি নির্ভুল থাকতে। সকল ফাইল আমি একাধিক রেফারেন্স থেকে ক্রস-চেক করে তৈরি করেছি। তারপরেও অনেক ভুল থেকে যাওয়া অস্বাভাবিক নয়), আমাকে জানানোর অনুরোধ রইলো। অন্য যে কোন ধরণের পরামর্শও আমার অনেক কাজে লাগবে পরবর্তী ভার্সনগুলোকে আরও ভালো করার জন্য।
সবাইকে অনেক ধন্যবাদ।