এবারের বইমেলায় আজই প্রথম গেলাম। একুশের বই মেলায়ও এটাই প্রথম বলা যায়। আমি নগরে নতুন, গতবার আম্মা আর বড় আপার সাথে প্রথমবারের মতো গিয়েছিলাম, বেশিরভাগ সময় কেটেছিলো আপার তিন বছরের অতি ইঁচড়ে পাকা বাচ্চাটা সামলাতে।
এর মাঝে ভার্সিটিতে বন্ধু-বান্ধবদের সাথে চলাফেরা করে অনেক কিছু শিখে ফেলেছি, নিজের সম্পর্কে বেশ একটা উচ্চাশাও গড়ে উঠেছে।


যে বন্ধুগুলোর সাথে যাচ্ছে তাই ব্যবহার করি, যখন তখন চড়-চাপড় মারি, ওদের মানসিক পরিপক্বতা দেখে নিজের লেভেল কোথায় ভেবে মনটাই খারাপ হয়ে গেলো।

ওদের যে সব বই পছন্দ, এবং ওই সব বইয়ের লেখক কবিদের নিয়ে ওরা যে কতোকিছু জানে দেখে একই সাথে মুগ্ধ আর নিজেকে নিয়ে লজ্জায় ভুগলাম। দুঃখের কথা কি বলবো রে ভাই, আমার পছন্দ হলো যে বইগুলা তার বেশিরভাগ প্রচ্ছদেই সুন্দরী ললনাদের ছবি ছিলো। :!> :#> পরে এই ব্যাপারটা ধরতে পেরে নিজের কাছেই যে লজ্জাটা পেয়েছি, তার কথা কী আর বলবো।



বইমেলা থেকে আমি নিজের অবস্থা সম্পর্কে বড় রকমের প্রশ্নবোধক চিহ্ন নিয়ে ফিরলাম। এখন মনটা খুব খারাপ ভাই।
[এটা কোন ফানপোস্ট লেখার চেষ্টা না ভাই, আমার সত্যি সত্যি এই অবস্থা

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৪