
গতকাল ০৮/০৪/২০১২ইং, রোজ রবিবার ছিল প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এ পর্যন্ত ২৩ জন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পেলেন। প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতি ফারুক সোলাইমান গতকাল দুপুর ২টার সময় এ তালিকা ঘোষনা করেন।
প্রার্থীরা হলেনঃ
১- ডঃ আহমদ মুহাম্মদ য়েওয়াদ, তিনি একজন প্রত্নতত্ত্ববিদ। তিনি মিশরের জাতীয় পার্টি (The Nationalist Party of Egypt - NPE - الحزب القومي المصري) থেকে মনোনয়ন পেয়ে এ নির্বাচনে লড়বেন।
২- আবুল ইজ্জ্ব আল হারিরী, তিনি একজন সংসদ সদস্য। তিনি সমাজতান্ত্রিক জাতীয় জোট পার্টি (The Socialist Popular Alliance Party حزب التحالف الشعبى الاشتراكى) দল থেকে মনোনয়ন পান।
৩- আশরাফ বারুমাহ , উনি حزب مصر الكنانة মিসর আল কিনানহ এর প্রার্থী।
৪- ডঃ আহমদ হিশাম কামেল হামেদ, উনি সাবেক গোয়েন্দা প্রধান। The Democratic Peace Party থেকে তিনি এবারের নির্বাচনে লড়বেন।
৫- ডঃ আমর মুসা, তিনি আরব লীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৬- ডঃ আব্দুল মুনইম আবুল ফুতুহ, স্বতন্ত্র প্রার্থী।
৭- ডঃ হাঝেম সলাহ আবু ইসমাঈল, স্বতন্ত্র প্রার্থী।
৮- হিশাম আল বুসতুইসী, ইনি National Progressive Unionist Party (حزب التجمع الوطني التقدمي الوحدوي) এবারের নির্বাচনে লড়বেন।
৯- মাহমুদ হোসাম উদ্দিন জালাল, সাবেক পুলিশ উর্ধ্বতন অফিসার। স্বতন্ত্র প্রার্থী।
১০- ইব্রাহীম আহমদ আল গারীব, উনি একজন ইংরেজী শিক্ষক। স্বতন্ত্র প্রার্থী।
১১- ডঃ মুহাম্মদ সালিম, স্বতন্ত্র প্রার্থী।
১২- ডঃ খাইরাত শাতের, স্বতন্ত্র প্রার্থী।
১৩-আহমদ শফিক, উনি মোবারকের পতনের পর মিশরের প্রধানমন্ত্রী ছিলেন।
১৪- হামদাইন সবাহী, স্বতন্ত্র প্রার্থী।
১৫- ডঃ আইমান নুর, উনি (Ghad El-Thawra Party حزب غد الثورة) প্রার্থী।
১৬- মুহাম্মদ মুরসী, উনি (Freedom and Justice Party حزب الحرية والعدالة) এর প্রার্থী।
১৭- ডঃ ইঞ্জিনিয়ার হোসাম খাইরাত, উনি Arab Socialist Party Egypt حزب مصر العربى الإشتراكى এর প্রার্থী।
১৮- মামদুহ কুতুব উনি আল হাদারা এর حزب الحضارة প্রার্থী।
১৯- উমর সুলাইমান, উনি মোবারকের পতনের সময় উনি উপরাষ্ট্রপতি ছিলেন। স্বতন্ত্র প্রার্থী।
২০- খালেদ আলী , স্বতন্ত্র প্রার্থী।
২১- আব্দুল্লাহ আল আশয়াল উনি The Authenticity Party حزب الأصالة (আল আসালা) এর প্রার্থী।
২২- মুরতাদা মানসুর, উনি حزب مصر القومى Egypt National Party এর প্রার্থী।
২৩- ডঃ মুহাম্মদ ফাইজি, উনি Democratic Generation Party حزب الجيل الديمقراطي এর প্রার্থী।
সুত্রঃ
আল ইয়াওম আল সাবে'
আল আহরাম
ইয়াহু নিউজ
মিশরের রাজনৈতিক দল সম্পর্কে জানতে