'তোমার কবিতায় লাইক দিলাম, তাই আমার এতদিনের পুরনো প্রোফাইল পিক্সে লাইক দিয়ে দায় শোধালে?'
- তুমি এখন আর আগের মত আমার কাছে আসো না!
'!? তোমার কাছে??'
- আমার টাইমলাইনে, আমার কাছে!
' তুমি চাও না, তাই আসি না।'
ভার্চুয়ালি এভাবে কাছে-দূরে অনুভবে, প্রায়ই দুই বুড়ো বাবুদের সাতকাহন চলতে থাকে। গুরুত্ব দেয়া নেয়া কি অনুভবের তীব্রতর হ্রাস-বৃদ্ধি, একের প্রতি অপরের রেগে থাকা... এ সবই অনুভবের বাইরে ওদের যার যার অনুভূতিতে, ভালোলাগাকেই বহন করে। শ্রেফ ভালোলাগা! যা কখনো পুড়ে পুড়ে প্রেম হবে না।
ওনারা বন্ধু!
কখনো প্রেমিক ছিলেন না। তাই ভালোবাসার লেনদেন ইদানিং ভার্চুয়ালি যা দেখা যায়, সব অভিনয়। আসলটা ঢেকে থাকে যার যার অনুভবে-কল্পনায়!
★মামুনের অণুগল্প
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:১৫