জানুয়ারির ৫ তারিখে নেদারল্যান্ড থেকে নেয়া নিচের ছবিটি। দেশটির প্রায় এক- চতুর্থাংশ ভারী বর্ষণের ফলে সমুদ্র পৃষ্ঠের নিচে নেমে গিয়েছিল। বাতাসের বেগ ছিল প্রতি ঘণ্টায় ৭০ মাইল।
পেরিস এর লা ভিলেতে মার্চ এর ২০ তারিখে চাইনিজ আর্টিস্ট লে উইর পারফর্মেন্স।
চিনা প্রেসিডেন্ট হু জিন্তাউ এর ভারত ভ্রমন এর প্রতিবাদে দিল্লিতে তিব্বত এর স্বাধীনতাকামি কিশোর জানফেল এয়েশির প্রতিবাদ আমাদের ঠিক স্বাধীনতা দিবস মার্চ মাসের ২৬ তারিখে।
ইতালির কেত্নিয়াতে এপ্রিলের ২৪ তারিখ থেকে শুরু করে শেষ পর্যন্ত নির্গত হচ্ছে লাভা।
এই ছবিটি সম্পর্কে তেমন কিছু বলার প্রয়োজন নেই। মিট রমনি আর বারাক ও বামার বিতর্ক।
অক্টোবরের ৪ তারিখে সিরিয়ার আলেপ্প তে সিফা হাসপাতালের সামনে বাবা তার মৃত সন্তান কে কোলে নিয়ে কাঁদছে।
অক্টোবরের ১৯ তারিখে তুলা এই ছবিটি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন আরব আমিরাতের দুবাই এর বুরজ খলিফার। তাপমাত্রা নিচে নেমে গেলে কুয়াশার কারনে বছরের এই সময় টা অনেকটা বৈজ্ঞানিক কল্পকাহিনির চিত্রপটের মত দেখায়।
নিউ জার্সির সেন্ডি ঝর।
মঙ্গল গ্রহে নাসার পাঠানো রোবট নিজেই নিজের ছবিটি তুলেছে
ডিসেম্বর মাটি করে দেয়া এই ঘটনার ও একটা ছবি দেখে নিন।
জুন মাসের ৬ তারিখ এই পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছে এক বিরল মহাজাগতিক ঘটনা। এর নাম "transit of Venus across the Sun"। এদিন পৃথিবী আর সূর্যের মাঝে শুক্র গ্রহের চলনের ফলে সূর্যের উপর দেখা গিয়েছে একটি কাল বিন্দু। এই দুর্লভ ঘটনা দেখার সুযোগ পৃথিবীর মানুষ পেয়েছে মাত্র ৬ বার। গড়ে প্রতি ১০০ বছরে মাত্র ১৮ বার এই ঘটনা ঘটে থাকে। আমাদের জীবদ্দশায় এই ঘটনা এইবারই শেষ। কারণ, এই মহাজাগতিক ঘটনা আবার ঘটবে ২১১৭ সালের ১১ ডিসেম্বর।
অক্টোবরের ১৪ তারিখে ফেলিক্স বমগারটনারের ভূপৃষ্ঠ থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার ফিট উপর থেকে জাম্প দিয়ে শব্দের গতির চেয়েও বেশি গতিতে নিচে পরার দৃশ্য টি নিশ্চয় সচক্ষে দেখেছেন। গতিবেগ ছিল ঘন্টায় ৮৩৩.৯ মাইল।
মালালা ইউসুফজাই ( জন্ম: ১২ জুলাই, ১৯৯৭) পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে। নারী শিক্ষার বিরুদ্ধে তালেবানদের অবস্থান নিয়ে সদা সোচ্চার। ১১ বছর বয়সে বিবিসি ব্লগে এ নিয়ে লিখে নজর কেড়েছিল সবার। এ কারণে তালেবান প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল তাকে। মালালা ভয় না পেয়ে মেয়েদের লেখাপড়ার পক্ষে আর তালেবানের বিপক্ষে কথা বলে গেছে প্রকাশ্যে। এমন ভূমিকার জন্য বেসামরিক নাগরিকদের জন্য পাকিস্তানে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিল। সোয়াত উপত্যকার মিনগোরাতে ১৪ বছর বয়সী মালালা ও তার দুই বান্ধবীকে তাদের স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা। প্রভাবশালী টাইম সাময়িকীর ২০১২ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অনেক জল্পনাকল্পনা হলেও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী কিশোরী মালালা ইউসুফজাই হয়েছেন দ্বিতীয় বর্ষসেরা (রানারআপ) ব্যক্তিত্ব।
সার্নের বিজ্ঞানীরা জুলাই এর ৪ তারিখে প্রমান পেয়েছেন সবচেয়ে আলোচিত হিগস বসন তত্বের। সুইজারল্যান্ডের জেনেভার সিমান্ত এলাকায় লার্জ হাইড্রোকলাইডার এর পরিক্ষায় এই হিগস বসন বা ঈশ্বর কনার প্রমান পাওয়া যায়। অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিজ্ঞানীরা জানান, হিগস বসন পার্টিকেল টির অস্তিত্ব খুজে পাওয়া গেছে হাইড্রোকোলাইডারে পরিক্ষার স
ইসরায়েলের গাজা আক্রমনের ছবি দিয়ে আপনাদের আর মন খারাপ করে দেয়াটা ঠিক হবে কিনা বুজতে পারছিনা।
আমি জানি আরও অনেক ঘটনা আপনার মস্তিস্কে এসে গেছে। সেগুলা সম্পর্কে মন্তব্য করুন। আমি ও জেনে নেই আপনাদের কাছ থেকে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩২