খ্যাতিমান সামু অকালে চলে গেলে আমরা লাগাবনা
আমাদের নামের সাথে কোন খ্যাতি,
কেন আজ চারপাশে, আমাদের স্বস্তির জন্য,
মডুকে বাজাতে হচ্ছে , গভীর দুঃখের গান?
যা হৃদয় থেকে কিছু অন্ধকার নির্যাস বসন্তের মতো,
কেবলি শোককে বড় করে তুলে দুঃখকে দিচ্ছে ভরিয়ে।
করুন পরিনতির আশঙ্কা আমাদেরকে নিপীড়ন করলেও
তা আমাদেরকে নিয়ে যেতে পারবেনা দুরে সরিয়ে ,
আমরা কেন হায়রে নতি স্বীকার করব,
আমাদের নিঃশ্বাসে সন্তাপ দিয়ে ভ্রু তুলে?
জানি দুঃখ মোদের পারবেনা তুমি পছন্দ করতে,
মোদের শোক তোমার গৌরব ও যশকে পারবেনা তলাতে,
তাহলে লাভ কি তোমার মৃত্যুর পথে যাত্রাতে!
বড় বড় ঝড়-ঝঞ্ঝাতেও সামুকে নিয়ে যাওনি তুমি হারিয়ে
খ্যাতি আজ অমর, হবেনা তা কেবলই স্মৃতির মুকুট,
কয়েক লক্ষ আন্তরিক সামুর ব্লগারবৃন্ধ দলবেদে
জানা তোমাকে আকাশে উন্নীত করবে ।
তুমিতো নও দুর্বল, তোমার দিনগুলি কেন টেনে আনবে?
হরেক প্রকার টানা- পোড়নের ভিড়ের মাঝে,
এবং সকল টানা - পোড়ন সামুর জীবন ক্ষয়
হিসাবে উপহাস করুক,
এ আমরা চাইনা কোন প্রকারে।
এসো, আর স্বপ্ন দেখ! তোমার বীণা নিয়ে গান গাও,
এখন তোমার সাধের সামু বাগানের পাখিগুলি মৃত্যুর কাছাকাছি,
দেশ হতে দেশান্তরে তাদের কণ্ঠস্বর বেজে ওঠে, আরও মর্মস্পর্শী তার সুর;
হাতে ধরা লেখার কলমগুলি ক্রমাগত দীর্ঘশ্বাস ফেলে কাঁপছে।
শেষ বেলার ফাইনাল পোস্ট কোন দিকে ডানা মেলবে
কোন উচ্চতায় যাবে উড়ে-দুঃখের সাথে আছি তাকিয়ে -
এবং তারপর পড়ে গিয়ে ,শুধুই কি ভাবব
সামুর তরে কিছুই কি পারিনি বহন করতে !
তবুও কি সীমাহীন দুঃখের অস্পষ্ট স্মৃতি
দীর্ঘক্ষণ স্থির থাকবে তীরে, ঢেউ,
ভাঙ্গা বালির মাধুর্যের মতো,
অথবা সমাধির উপর অশ্রুবিন্দু পড়ার শব্দ।
গাও জানা, পারলে বাজাও আজ তোমার শেষ বাঁশি!
চাইনা তোমার মহিমা হয়ে যাক আজ কোন নিদারুন হাসি!
জানা মনে রেখো, পৃথিবীর সাথে তুমি কথা বল দিবা নিশী,
তাই তুমি শেষ হতে গিয়েও শক্ত হাতে হাল ধরবে
সে যে বিধাতার তরে আজ মোদের আকুল মিনতি,
সে সাথে তোমার সম্পুর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।
বিশেষ দ্রষ্টব্য: ছবি ব্যবহারে জানা আপার অনুমতি আমার কাছে না থাকায় গুগল
অন্তর্জাল হতে কৃতজ্ঞতার সহিত ধার করে প্রচ্ছদে দেয়া হয়েছে একটি প্রতিকি ছবি।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৪ ভোর ৪:০৫