বর্তমান বিশ্বে কৃষি ক্ষেত্রে ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে অনেক দেশ ফশলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে । ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন পদ্ধতি প্রয়োগ করে ইজরায়েল ঈর্শনীয় অগ্রগতি অর্জন করেছে যথা
হেকটর প্রতি ৩০০ টন টমেটু উৎপাদন
লিংকে ক্লিক করে দেখা যেতে পারে ।
ইজরায়েলের উন্নত কৃষি প্রযুক্তি আমাদের প্রতিবেশি দেশ ভারত ব্য়বহার করে কৃষি খাতে আশাতীত সাফল্য় অর্জন করেছে । মার্কিন যুক্তরাষ্টও এ পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন প্রকারের ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে । এ পদ্ধতি অবলম্বনে আংগুর ও শশার উৎপাদনশীলতার দুটি চিত্র নীচে অবলোকন করা পেতে পারে ।
উচ্চ ফলনশীল শশা উৎপাদন
উচ্চ ফলনশীল আঙ্গুর উৎপাদন
এখানে অবশ্য উল্লেখ্য যে নতুন প্রজাতীর টমেটু চাষে আমাদের দেশেও খুব একটা পিছিয়ে নেই । শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্য়ালয়ের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. নাহিদ জেবা দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের গবেষণার মাঠে টমাটিলৌ নামে একটি নতুন জাতের টমেটো সবজি চাষ করেছেন। , তাঁর উদ্ভাবিত টমাটিলৌ সম্পূর্ণ দেশীয় টমেটোর আদলে চাষ করা হলে দেশী টমেটোর চেয়ে এক মাস আগেই এতে ফ্লাওয়ারিং (ফুল ধরা) শুরু হবে বলে জানা যায়। ফলে অল্প সময়ে এর ফসল সংগ্রহ করা সম্ভব। তবে এটা ইজরায়েলী টমেটুর মত এত উচ্চ ফলনশীল নয় । তাই ড্রিপিং ইরিগেশন ও ফার্টিলাইজেশন
ড্রিপ ইরিগেশন সিসটেমের বৈশিষ্ট ও সুবিধা সমুহ
• দুপ্রাপ্য পানি সম্পদের মিতব্যয়ী ব্যাবহার
• উচ্চ উৎপাদনশীলতা
• সাবসারফেস ড্রিপ ইরিগেশন এন্ড ফার্টিলাইজেশন শিডিউলিং
• সহজ স্থাপনা কৌশল
• যে কোন ফসল যথা ধান, তরিতরকারী , ইক্ষু , ফল , প্রভৃতি
• প্রায় ৫/৬ ফুট উচ্চতায় পানির ট্যাংক স্থাপনার ফলে
গ্রেভিটি সিসটেমের কারণে পাম্প বা পাওয়ারের প্রয়োজন নেই ।
নীচে ড্রিপ ইরিগেশন কিটের একটি চিত্র প্রদর্শন করা হল ।
ছোট ছোট প্লটে ড্রিপিং ইরিগেশন পদ্ধতিতে সেচ
ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে ছোট ছোট টবে টমেটুর চাষাবাদ
বাংলাদেশের বন্ধু প্রতিম দেশ যারা ইজরায়েলী প্রযুক্তি প্রয়োগ করেছে সে সমস্ত দেশের সহিত যথা চীন, ভারত, যুক্তরাস্ট , যুক্তরাজ্য, অসট্রেলিয়া, প্রভৃতিদেশে বিভিন্ন কারিগরী সহায়তা কর্মসুচীর আওতায় বিশেষজ্ঞ পর্যায়ের সরকারী ও বেসরকারী শিক্ষার্থী প্রেরণের মাধ্যমে এই ড্রিপ ইরিগেশন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করে তা যথাযথভাবে অবলম্বন ( Adaptation ) করা যেতে পারে ।
USAID grant এর সহায়তায় Development Innovative Venture কর্মসূচীর অধীনে একটি বড় মাপের আর্থিক অনুদান বাংলাদেশে কৃষিখাতে উদ্ভাবণীমূলক কর্মকান্ড পরিচালনার জন্য় পাওয়া যেতে পারে । উৎসাহী যে কোন প্রতিষ্ঠান বা বিজ্ঞানী বা উদ্যোক্তা Development Innovative Venture এর জন্য় USAID grant প্রাপ্তির লক্ষ্যে আবেদন করতে পারেন ।
How to apply এই লিংক থেকে বিস্তারিত জানা যাবে ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২০ ভোর ৫:৫০