প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে ভোরে
নয়ন যখন রাখি ফেবুর পাতা জোরে
রংগীন কত কথা যায় দেখা সেথায়
কিছু চিত্রে আর কিছু তার লেখায়।
কোন কোনটায় লিখা সাগর জলে সিনান করে
মোহিনীমুর্তী ধারন করে হাজির হলাম তব দ্বারে
এমনি কথায় ত্বরিত বেগে ধেয়ে আসে বন্ধুগনে
আর বসন ফুরে কুটিল রেখা ফুটায় সযতনে ।
নিরাবরন বক্ষ তার নিরাবরণ দেহ, চিকন রেখায় লাইকের
চিহ্ন সকল দারুন অবহেলে পরে থাকে বন্ধু বরের পাশে
মকট চুরা মুকুট খানি পড়ে ললাট পরে, বন্ধু ফিরে আসে
ধনুকবাণ ধারন করে বন্ধু দাঁড়ায় গিয়ে অন্য কারো কাছে।
এক সাথে সকলকে তাই যায় না করা খুশী
কেও বা খুশী, কেওবা হয় পুড়ে পুড়ে ভুসি
সুযোগটা নেয় কেড়ে নতুন পাড়া পড়শী
করতে খুশী সকলে বন্ধুবর হয় যে বিনাশী।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৯ রাত ২:৩২