মানুষ বড়ই আজীব প্রাণী। এমন মানুষগুলোর জন্য কষ্ট পায় যারা আর ফিরে আসবে না। একবার ভাবেন তো যার জন্য এতো কষ্ট, এতো আবেগ ভরা স্ট্যাটাস, নীরবে কান্না। বিনা কারণে রাত জাগা সে কি আদৌ আপনার কথা ভাবছে? আদৌ আপনার এই সব স্ট্যাটাস দেখছে কিংবা আপনি যে এতো কষ্ট পাচ্ছেন যেটা একবারের জন্যেও জানতে চেয়েছে আপনার কাছে? চায় নি। এমন কি দেখতেও আসেনি। না আপনার জীবন তার জন্য থেমে আছে না ওই মানুষটার জীবন আপনার জন্য থেমে আছে। সে ঠিকই নিজের মতো করে নিজেকে সাজিয়ে নিয়েছে রঙিন পৃথিবীর সাথে। তাহলে শুধু শুধু ঔ মানুষটার জন্য নিজের সুন্দর জীবন আর মূল্যবান সময় এই দুটো নষ্ট করার কোন মানেই হয় না। আর ভালোবাসা কিংবা ভালো লাগা কখনোই সুন্দর একটা ভবিষ্যতের চেয়ে দামি হতে পারে বলে আমি অন্তত মনে করি না। তাই এসব বাদ দিয়ে নিজের জীবন,সময় আর সামনের সুন্দর ভবিষ্যৎটা নিয়ে ভাবেন দেখবেন পৃথিবী কতো রং নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আরে যে চলে গেছে তার জন্য কিসের এতো অযথা কষ্ট, হাহাকার।
তবে হ্যা সত্যিকারের ভালোবাসা স্মৃতির পাতায় সব সময় অমর হয়ে রয়। স্মৃতি রেখে যায় সবার কাছে আর চেয়ে দামি যেই জিনিসটা রেখে যায় সেটা হলো শিক্ষা। কীভাবে ভালোবাসতে হয়? কীভাবে নিজের জীবনকে গড়তে হয় সত্যিকারের ভালোবাসার মানুষটার জন্য? এমন ভালোবাসা খুব কম মানুষই পায় আর যারা পেয়ে হারায় তারা সময় চলে গেলে কেবল নিজের কপাল চাপড়ায়। সত্তিকারের ভালবাসা মানে হোল সারাজীবন দুইজন একসাথে পাশাপাশি থেকে পথ চলা
সো চিল আর উপভোগ করুন সুন্দর জীবনটাকে। আর পরিবারের চেয়ে বেশি ভালোবাসা কেউ দিতে পারবে বলে আমার জানা নেই। ভালোবাসা শিখতে হলে আগে নিজের মা-বাব,ভাই-বোনকে ভালোবাসতে শিখুন। ভালোবাসা শেখানোর সবচেয়ে বড় শিক্ষক মা-বাবার চেয়ে বড় কেউ হতে পারে নি আর পারবেও না।
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৭ দুপুর ১:২৯