মা
আমরা অনেকেই আছি যারা মার কাছ থেকে অনেক দূরে থাকি । আমরা কি প্রতিদিন মায়ের খোজ নেই আবার নেই না অনেকে,কিন্তু মা ঠিকই খোজ নিয়ে থাকে আমাদের। আমরা দিনে কয়বার মায়ের খোজ নেই কিন্তু আমরা ঠিকই প্রতিদিন যারা প্রেমিক প্রমিকা তারা তাদের প্রেমিক -প্রেমিকাকে দিনে যে কইবার ফোন দেয় তার হিসাব থাকে না। তারা বলে জান তুমি কি কর ছেলে বা মেয়েটা যদি বলে যে তার একটু খারাপ লাগতাছে তখন ছেলে বা মেয়েটা বলবে তারাতারি ওষুধ খাবা ড. দেখাবা কালকই আরও যে কতকি বলে তা আর নাই বললাম ।আবার এমন ও হয় যে ছেলে বা মেয়েটা তার মায়ের সাথে কথা বলতেছে তখন তার প্রেমিক - প্রেমিকা ফোন দিল তখন ছেলে বা মেয়েটা বলে মাকে যে মা আমার একটা গুরুত্তপূর্ন ফোন আসছে তুমি পরে ফোন দেও ।তারা তখন মায়ের থেকে তার প্রেমিক-প্রেমিকাকে বেসি গুরুত্ব দেয় ।মা যে তার কথা ভেবে সারাদিন কাটিয়ে দেয় তাদের তখন আর মনে থাকে না।মা যে সন্তান এর সব থেকে কাছের হয় তাও তারা ভুলে যায় ।মা আমাদের ১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে মানুষ করেছে তা তারা ভুলে যায় । কত কষ্টের মধ্যে মা তাদের মানুষ করেছে তাও তারা ভুলে যায়।আর তাদের বলি যারা বিয়ের পর মাকে ভুলে গিয়ে বিধধাআশ্রম এ রেখে যায় । তাদের কে ধীক্কার জানাই ,যারা নিজের মাকে ভুলে যায় তারা পশুর চেয়েও অধম । মা যে কি জিনিস আমরা তখন বুঝতে পারি যখন আমদের শরীর খারাপ হয়,আবার যাদের মা নাই তারা জানে মা না থাকার কষ্ট ।আমরাতো অনেক দিবস পালন করি আবার অনেকেই আছে যারা মা দিবস এ ফেসবুকে পোস্ট দেয় আসলে তারা সবাইকে দাখাতে চায় যে তারা তাদের মাকে কত ভালবাসে ,আসলেই কি তারা তাদের মাকে সত্যি ভালবাসে । তারা যদি তাদের মাকে সত্যি ভালবাসে তাহলে ফেসবুকে কাউকে না ভাব দেখিয়ে মাকে বলতেই পারে যে মা আমি তোমাকে অনেক ভালবাসি । আসছে ৮ মে ,মা দিবস আমরা কি পারি না এই দিনে যেভাবে হোক মায়ের মুখে হাসি ফোটাতে । চলুন আমরা সবাই মায়ের মুখে হাসি ফোটাই।তাহলে দাখবেন আমাদের মা কত খুসি হবে যা দেখে আমাদেরও ভাল লাখবে।আর যারা দুরে থাকি তারা মাকে একবর ফোন দিয়এ মাকে বলি মা আমি তোমাকে ভালবাসি ,তখন দেখবেন আমাদের মায়েরা কি বলে। আমরা আনেকেই দূরে থাকি তাদের জন্যে একটা কবিতা......
মা
মায়ের মত আপনজন,
পাবে না কোথাও, কোনো ক্ষন।
জয়ী করো মায়ের মন,
বিশ্ব তোমার সারাক্ষণ।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৮