somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনশন চলছে, চলবে; মা তোমার রুমী আবার ফিরে এসেছে ...

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপডেট ৮
পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকারের সঙ্গে কথা বলার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে শহীদ রুমী স্কোয়াড এর সমন্বয়ক নিলয়। তবে আগামী ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট কোন আশ্বাস না পেলে পুনরায় অনশনে বসার কথা বলেছেন।

মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খোন্দকার বলেন, সরকার জামাত-শিবির কে নিষিদ্ধ করার প্রক্রিয়া আছেন যদি জামাত নিষিদ্ধ না হয় উনি নিজে অনশনে বসবেন। এমনকি উনি মন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত ও দিয়েছেন।

আপডেট ৭
ঝড় এবং আমরা...
প্রবল ঝড়েও টলেনি শহীদ রুমি স্কোয়াডের অনশনকারীরা
রুমী স্কোয়াড এবং আমরা :( :(
কাল রাতের প্রবল কালবৈশাখী ঝড়কে উপেক্ষা করে আমাদের রুমিরা তাদের অনশনে অবিচল আছে। রাজনীতিবিদরা আজকে অনশন করলে সরকারের গদি নিয়ে এখন টানাটানি পড়ে যেত। মিডিয়া একের পর নিউজ দিয়ে সারাদেশের মানুষের মাঝে ভাবনা ছড়িয়ে দিতো নেতারা কত কষ্টে আছে না খেয়ে অনশন করে। তাদেরকে জুস খাওয়ার জন্য ছুটে আসতো দেশের বরন্য নেতারা। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে হাত জোড় করে বলছি এদের পাশে এসে দাড়ান। জামাত-শিবির নিষিদ্ধ করুন।

আপডেট ৬
আপনারা জানেন আমাদের একজন আমরণ অনশনকারী শুভ্র মাহমুদ জ্যোতি হাসপাতালে ভর্তি আছে। তার অবস্থার আরো অবনতি ঘটেছে এবং এখন অবস্থা খুবই আশঙ্কাজনক...ডাক্তারের অনুরোধ উপেক্ষা করে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।
আপডেটঃ ৫
মাননীয় প্রধানমন্ত্রীকে শহীদ রুমি স্কোয়াড থেকে খোলা চিঠি
৩৩৫ নং কমেন্টসে দৃষ্টি আকর্ষণ করছি।
মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী সহ সকল জনপ্রতিনিধিদের কে উদ্দেশ্য করে বলছি, আপনাদের কি মনে একটুও কষ্ট লাগছে না, একটুও মায়া লাগছে যে বাচ্চা ছেলেগুলো জন্য যারা আজ নিজের দেশের জন্য অনশন করছে তাদের জন্য !!! আপনাদেরও তো সন্তান আছে, তাদের কথা ভেবে হলেও রাজনৈতিকভাবে না হউক ব্যাক্তিগতভাবে আসুন আর তাদের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে যান। আর কিছু না হউক তাদের মানসিকভাবে শান্তি ও শক্তির সঞ্চয় হবে।

শহীদ রুমী স্কোয়াড এর সমন্বয়ক নিলয়ের বক্তব্যঃ

অনশনস্থলে ফিরে আসলাম। আমি নিলয় বলছি। সাথে মানিক সূত্রধর, দীপ, শুভ্র, রায়হান সবাই ফিরে এসেছি। শুধু রাত তিনটায় নেয়া হয়েছিল সাগুফতাকে, সে এখনো হাসপাতালে আছে।

যত দিন যাচ্ছে, আমাদের কথা বলার বিষয় সীমিত হয়ে আসছে। সবাই জানতে চাচ্ছেন, আমরা কবে এর শেষ দেখবো? এই আত্মঘাতী কর্মসূচী আর কতদিন চলবে?

আমাদের উত্তর খুব সহজ। আমরা এর পরিণতি জেনেই নেমেছি। আমাদের পথ সুনির্দিষ্ট । হয় মুক্তি, অথবা মৃত্যু। আপোষ আর দালালীর রাস্তা আমরা চিনি না। আমরা লক্ষ্যে অটল, অবিচল আছি। আমাদের ১৭ বছরের দীপ তার হাসপাতালের বেডে শুয়ে তার মাকে বলেছে, "মা, আমার কিছু হয়নি। আমি কিছুই খাবো না। আমাদের এখনো অনেক পথ বাকি।"

আমরা প্রতিকী অনশন চাই না। ঐ সুশীল ভন্ডামির দিন শেষ। রুমী স্কোয়াড একটা কথা কখনো ভুলবে না। "স্বাধীন দেশে কোন জীবিত গেরিলার প্রয়োজন নেই।"

জয় বাংলা

আপডেট ৪ (সংহতি প্রকাশ)--
সিলেটে শহীদ রুমি স্কোয়াডের সাথে সংহতি প্রকাশ করে আগামীকাল ১২ টা থেকে ৬ টা প্রতীকী অনশন করবে।

রংপুর তারুণ্য চত্বরে জামাত-শিবির নিষিদ্ধের দাবিতে প্রতীকি অনশন।
শহীদ রুমি স্কোয়াডের অনশন কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবীতে রংপুর তারুণ্য চত্বরে কাল ৩১ মার্চ রবিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সংহতি অনশন কর্মসূচী পালন করতে যাচ্ছে।


শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে প্রজন্ম কানাডা প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করেছে
প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে।
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে।


আপডেট ৩
ব্রেকিং...ব্রেকিং...
অনশনের চতুর্থ দিনে হাইপোগ্লাইসোমিয়ায় আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় বারডেমের জরুরী বিভাগে ভর্তি শহীদ রুমী স্কোয়াডের আমরণ অনশনকারী রুবাইয়াত আদনান দীপ, আলিফ প্রধান, শুভ্র মাহমুদ জ্যোতি। তাদেরকে জরুরী বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আলীফ প্রধান,সাদাত হাসান নিলয় এর অবস্থা বেশি ভাল নয় । বিশেষ করে আলীফ প্রধান অনবরত বমি করে যাচ্ছেন ।
ব্লগের সকল ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি।
শহীদ রুমি স্কোয়াডের আমরন অনশন কর্মসুচির জন্য একটি মেডিকেল টীম গঠন করা উচিৎ
সংহতি প্রকাশ করুনঃ
শহীদ রুমি স্কোয়াডের সাথে আমরা
শুধু আমরা শাহবাগেই কেন্দ্রীভূত নই আর, অনশন কর্মসূচী ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও! "বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রতীকী অনশনে সামিল হচ্ছি "শহীদ রুমী স্কোয়াড"এর সাথে একাত্মতা ঘোষনা করে। ২৪ ঘন্টার এই প্রতীকী অনশন চলছে আজ বাংলাদেশ সময় বেলা ১২টা থেকেই। এখন পর্যন্ত অংশগ্রহনকারী মানুষদের শহরের তালিকা নিচে দেয়া হল। বিস্তারিত ইভেন্ট পেজে পাওয়া যাবে। যে কেউ অংশ নিতে পারেন। নিজ নিজ অবস্থান থেকেই সাথে থাকুন। শহীদ রুমী স্কোয়াডের পাশে আছি।
ইভেন্ট লিঙ্কে পাবেনঃ
শহীদ রুমী স্কোয়াডের সাথে আমরা।

মানিক সূত্রধর ভাই এর অবস্থার খানিক উন্নতি হয়েছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ নন। তবে তিনি হাসপাতাল থেকে আমাদের অনশনস্থলে ফিরে এসেছেন। অনশন ঠেকেছে ৮৪ ঘন্টায়।
শহীদ রুমীর ২২ বছরের জীবন সংক্ষেপে
কেন জামাত-শিবিরের রাজনীতি বন্ধের দাবীতে রুমীরা শাহবাগে আমরণ অনশণ করে ?

আপডেট ২
রাজশাহী থেকে শাহবাগে এসে আমরণ অনশনে যোগ দিয়েছেন ফারহানা ইয়াসমিন সুমি। এই মুহুর্তে শহীদ স্কোয়াডের সাথে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট আছে সামু''র চারজন ব্লগার। তারা হলেন মানবীরকস , s r jony , কান্ডারী অথর্ব এবং banglar_hasan

শিবিরকে নিষিদ্ধের দাবিতে খুলনাতেও ২৮ শে মার্চ রাত ১২ টা থেকে শিববাড়ি মোড়ে জিয়া হলের সামনে শহীদ রুমী স্কোয়াডের ডাকে ৩৬ ঘন্টার অনশন কর্মসূচী পালন করেছে। অনশনে যোগদানকারী শহীদ রুমী স্কোয়াড, খুলনার সদস্যরা হলেন নাসরুম ইসলাম, ফয়সাল আফ্রিদি ও নিতাই বর্মন।

ফেইসবুক পেইজ লিঙ্কঃ
শহীদ রুমি স্কোয়াড
শহীদ রুমী স্কোয়াড, খুলনা।
প্রেস রিলিজঃ
শহীদ রুমী স্কোয়াড এর জামাত-শিবির নিষিদ্ধের দাবীতে আমরণ অনশনের ৬৯ ঘন্টা
ফেবু ইভেন্টঃ
জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে আমরণ অনশন

শহীদ রুমি স্কোয়াড সম্পর্কিত অন্যন্যা পোষ্ট সমুহঃ
আমি শহীদ রুমীর একজন উত্তরসুরী , শহীদ রুমী স্কোয়াডের একজন সদস্য ।
নির্ভীক রুমীরা
একাত্তর ঘন্টার অনশনে যুক্ত হলাম শহীদ রুমী স্কোয়াডের সাথে
একজন শহীদ শফি ইমাম রুমী । আমাদের নতুন প্রজন্মের আইডল ও গর্ব করার মত এক বীর
শহীদ রুমী স্কোয়াড, খুলনার প্রেস রিলিজ

আপডেট ১
সামু ও ফেইসবুক ভিত্তিক সংগঠন "আমরা ব্লগার" এর কিছু ব্লগার ২ ঘন্টার প্রতীকী অনশনে বসেছেন।এই মুহূর্তে প্রায় শখানেক মানুষ প্রতীকী অনশন করছে।
আজ সন্ধ্যা ৭ টায় শহীদ রুমির জন্মদিন কে স্মরণ করতে ৬২ টি মোম জ্বালানো হবে।

শহীদ জননী জাহানারা ইমামের শেষ চিঠি

মানিক সূত্রধর এর শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। আশঙ্কাজনক হওয়ায় উনাকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই দোয়া করবেন প্লিজ।

ঢাকায় যারা অবস্থান করছেন সকল ব্লগারকে ২৯শে মার্চ শুক্রবার বিকাল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের গেইটের সামনে আসার অনুরোধ করছি।
আমরা রুমিদের সাথে সেখানে যদি তাদের সাথে অবস্থান না করতে পারি কিন্তু তাদের সাথে কিছু সময় কাটিয়ে তাদের মনোবল বাড়িয়ে দিয়ে আসতে পারি। একত্রে অনেকের অবস্থানকে তাদের মনোবল অনেক বাড়িয়ে দিবে।

আজকে সন্ধ্যায় সামহোয়্যার ইন...ব্লগের কিছু ব্লগার উপস্থিত হয়ে সামহোয়্যার ইন...ব্লগের পক্ষে শহীদ রুমি স্কোয়াডের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে। সেখানে ব্লগার s r jony অবস্থান করছেন। ওখানে ব্লগারডাঃ পিনাকী দা রুমিদের কে নিরন্তর সেবা দিয়ে যাচ্ছেন।

মাটির ওপারে দাফন করেছি বাংলাদেশের গৌরবময় ঘাঁত আর মাটির এপারে কাফন পরেছি এবার করব বাংলাদেশ থেকে সকল রাজাকার উৎখাত।

জামাত শিবির নিষিদ্ধে শহীদ রুমী স্কোয়াডের আমরন অনশন।

খুব গর্ব হচ্ছে, শহীদ রুমীরা এখনো জন্ম নিচ্ছেন। কষ্টও লাগছে, নিজের ভাইদের এভাবে অনশনে থাকতে দেখে। এই বীর বাঙ্গালীকে স্বাধীনতার পরাজিত শক্তি কিভাবে রুখবে? কখনোই পারবে না ওরা। কারন এখন লক্ষ রুমী ঘরে ঘরে জন্ম নিচ্ছে।

জয় বাংলা !

আমরা দৃষ্টি প্রতিবন্ধী নই, আমাদের চোখ খোলা রয়েছে। আমরা ঘুমিয়ে নেই, আমরা জেগে আছি। সকল মিডিয়া, সংবাদপত্র, ফেসবুক ব্যবহারকারী এবং সকল ব্লগের ব্লগারগণকে, সরকার, বিরোধী দল, সরকারী – বেসরকারী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারন জনগন সহ সকল স্তরের ভাই ও বোনদের বিশেষ ভাবে অনুরোধ করছি এই রুমীদের আমরা এবার আর অকালে এভাবে মরতে দিতে পারিনা তাই তাঁদের সাহায্যের জন্য সকলকে আহবান করছি তাঁদের পাশে এসে দাঁড়ানোর জন্য। ওদের পাশে থাকুন, শাহবাগে আসুন। একাত্তরেও যেমন জাতিটাই এক পরিবার হয়ে উঠেছিল, আবার আসুন আমরা শাহবাগ পরিবার হয়ে উঠি। রাজনীতিতে অশনি সংকেত, শাহবাগ না বাঁচলে আমরাও বাঁচব না





শহীদ রুমি স্কোয়াডের আমরণ অনশনের কর্মসূচী'র সর্বশেষ প্রেস রিলিজ

ব্রেকিং : শহীদ রুমি স্কোয়াড আগামীকাল-২৯ মার্চ, ২০১৩ থেকে সারাদেশব্যাপী গণ-অনশন শুরু করার আহবান জানাচ্ছে!

বিভিন্ন মিডিয়ায় শহীদ রুমি স্কোয়াডের সংবাদ এর লিঙ্কঃ

জামায়াত নিষিদ্ধের দাবিতে অনশনে আরো মুখ

শহীদ রুমী স্কোয়াডে অনশনকারীদের সংখ্যা বাড়ছে

শাহবাগের নতুন ভাষা: আমরণ অনশন

Shahbagh hunger strike gets bigger

'হয় জয়, না হয় মৃত্যু'

আমরণ অনশনে ‘শহীদ রুমী স্কোয়াড’

অনশনে সংহতি বিশিষ্টজনদের

সর্বশেষ আমরণ অনশনে লিস্টেড ১৭ জন।

শহীদ রুমী স্কোয়াড এর স্ট্যাটাসের কিছু অংশ

এতো কিছুর মাঝেও যখন কেউ জানতে চান, শহীদ রুমী স্কোয়াডের মূলমন্ত্র কি... আমরা খুব সহজ একটা উত্তর তুলে ধরি... জন লেননের 'ইমাজিন' গানের কথাগুলো ...
You may say I'm a dreamer
But I'm not the only one
I hope someday you'll join us
And the world will live as on

হচ্ছে আমাদের মূলমন্ত্র, আমাদের স্বপ্ন...

যে সাত জনের ডাকে আন্দোলন শুরু হয়েছিল তাদের পরিচয়ঃ

১. সাদাত হাসান নিলয়
রিসার্চ অ্যাসিস্টেন্ট, বায়োমেডিকেল ফিজিক্স ডিপার্টমেন্ট, ঢাকা
বিশ্ববিদ্যালয়
পিতাঃ প্রকৌশলী হারুন-আল-রশীদ
মাতাঃ সাবেকুন নাহার
সমন্বয়ক, শহীদ রুমী স্কোয়াড

২. মেহেদি হাসান শুভ্র
লেকচারার, সি এস ই ডিপার্টমেন্ট, World University
পিতাঃ আব্দুছ ছালাম
মাতাঃ সুরাইয়া ইয়াছমিন

৩. কাজী আকাশ
ছাত্র (প্রথম বর্ষ), নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পিতাঃ কাজী মনিরুল ইসলাম
মাতাঃ হাসিনা বেগম

৪. শরীফুল হক আনন্দ
একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ
পিতাঃ মোঃ সাইফুল কবির
মাতাঃ সেরিনা কবির

৫. মানিক সুত্রধর
চাকুরিজীবি
পিতাঃ নিখিল চন্দ্র সুত্রধর
মাতাঃ গীতা রানি সুত্রধর

৬. কাজী রুবায়েত আদনান দীপ
একাদশ শ্রেণী, বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ
পিতাঃ কাজী এনায়েত হোসেন
মাতাঃ নুরুন্নাহার

৭. নাজমুল আলম ভুঁইয়া (জয়)
বি বি এ (সেকেন্ড লাস্ট সেমিস্টার) , এ আই ইউ বি
পিতাঃ শাহ আলম ভুঁইয়া
মাতাঃ শাহনাজ আক্তার চৌধুরী
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮
২১২টি মন্তব্য ১৭৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।

লিখেছেন আহা রুবন, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ৯:৫০





ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!

লিখেছেন শাহ আজিজ, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:০৩




সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

লিখেছেন শিশির খান ১৪, ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন

দ্বীনদার জীবন সঙ্গিনী

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩

ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)

সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন

জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা

লিখেছেন মুনতাসির, ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৪

বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন

×