আইপিএল জ্বরে আক্রান্ত গোটা ক্রিকেট বিশ্ব। আর বাংলাদেশ ত মনে হয় একটু বেশিই। রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকান গুলোতে বিভিন্ন বয়সি ছেলে-বুড়োরা বাজি (এক ধরনের জুয়া) লাগে কোন দল জিতবে এই নিয়ে। এমনকি এক ওভারে কত রান হবে বা এক বলে কত রান করবে তা নিয়েও চলে জুয়া খেলার রমরমা বানিজ্য। অবস্থা দেখে মনে হয় তারা (জুয়ারীরা) নিজেরাই খেলছে।
যেই ভারতের খেলা নিয়ে আমরা এত আনন্দিত, এত উত্তেজিত, একবার ও কি ভেবে দেখেছেন তারা আমাদের তথা আমাদের খেলোয়ারদের কিভাবে অবঞ্জা করছে?? আমরা কি ভারতীয়দের সুক্ষ চালবাজি গুলো বুজতে পারছি? না বুজলে নিচের নাম গুলা একটু ভাল করে খেয়াল করেন।
চেন্নাই সুপার কিংস:
এই দলে রয়েছেন এমন কিছু খেলোয়ার যাদের নাম আপনারা কোনদিন শুনেছেন কিনা সন্দেহ। তাদের মধ্যে অন্যতম
Jason Holder
Ben Laughlin
দিল্লি ডেয়ার ডেভিলস:
মিলিয়ে দখুন ত এদের মধ্যে কোন খেলোয়রটিকে আপনার বাংলাদেশে টিমের যে কোন খেলোয়ার থেকে ভাল মনে হয়।
Gulam Bodi
Johan Botha
Ben Rohrer
Roelof van der Merwe
কিংস ইলেভেন পাঞ্জাব:
একটা কে ও কি চেনা যায়??
Dimitri Mascarenhas
David Miller
Michael Neser
Luke Pomersbach
কলকাতা নাইট রাইডার্স:
যদিও এই দলে বিশ্বের সেরা অলরাইন্ডার সাকিব ভাই আছে তবুও তারা বাংলাদেশের অনেক খেলোয়ারের চাইতে নিন্মমানের খেলোয়াড় নিয়েছে।
Ryan McLaren
Sachithra Senanayake
Ryan ten Doeschate
মুম্বাই ইন্ডিয়ান্স:
কি আর বলব তাদের কথা। আশরাফূল কে ভাল লাগল না। তারা নিল নিচের বলদ গুলাকে। এগুলা দিয়া তারা পানির বস্তা ছাড়া আর কি ই বা করতে পারে??
Nathan Coulter-Nile
Glenn Maxwell
Phillip Hughes
পুনে ওয়ারিওর্স:
এই দলের মালিকের মাথায় ও সিট আছে। তারা তামিমের সাথে চুক্তি করেও একটা ম্যাচ ও খেলায় নি। অথচ তারা স্ব গৌরবে প্রতিবার পেয়েন্ট তালিকার শেষের দিকে অবস্থান করে আসছে।
Aaron Finch
Kane Richardson
রাজস্থান রয়েলস:
এই নামটি কি কখনও শুনেছেন??? আমার ত মনে হয় তার নিজের দেশেও তাকে চিনে না।
Samuel Badree
রয়াল চেলেঞ্জার ব্যাঙ্গালোর:
দারুন একটা দল। তাদের তাদের দলে দামি গাধাদের সংখ্যাও বেশী।
Christopher Barnwell
Daniel Christian
Moises Henriques
Andrew McDonald
সানরাইজার্স হায়দ্রাবাদ:
দলটি ভাল খেলছে। কিন্তু নিচের খেলোয়ারদের মান নিয়ে আমার প্রশ্ন আছে।
Quinton de Kock
Chris Lynn
এই বার বাংলাদেশের টাইগাররা একে একে...
নাসির হোসেন
মুশফিকুর রহিম
রবিউল ইসলাম
মাশরাফি বিন মুর্তাজা
তামিম ইকবাল খান
মো: আশরাফুল
আনামুল বিজয়
এই নাম গুলো কি উপরের বিদেশীদের তুলনায় কোন দিক দিয়ে কম???
ভারতীয় এই সকল ক্রিকেট জ্ঞানহীন ফ্রানঞ্চাইজীদের কি কোনদিন হুশ হবে না??? নাকি তারাও ভারত সরকারের মত বাংলাদেশ কে আজীবন তাদের গোলাম করে রাখার পায়তারা করছে??
উপরের বিদেশী গুলা ছাড়াও আর অনেক খেলোয়ার বিভিন্ন দলে আছে যারা মানের দিক থেকে বাংলাদেশের চাইতে অনেক নিচে। কিন্তু শুধুমাত্র অবহেলার কারনে তারা নিজেদেকে মেলে ধরতে পারছে না।