আমাদের নির্মাণ মুছে গেছে কবেই
রোদপোড়া আগুনে পুঁড়ে গোলাপকুঁড়িরা
কেঁদেছে কেবল, হাওয়াতে মেলেছে তারা
বেদনার ম্লান রং আর পাখির ডানায় ভেসে গিয়ে
মেঘের কান্নায়; অতীতের কথা উড়ে
তাদের মুখের আদলে গেঁথে রাখি
পৌরাণিক মিথের শ্লথ।
সন্ধ্যার তামাটে অন্ধকারে
আমাদের নির্মাণে ধ্বস নেমে আসে;
গিরিপথে নিথর যাপনের গান
ভুলে গেছে আলোর উচ্চারণ।
আমাদের আড়ালে কেঁদেছে কোনো এক
বোবা পাহাড় আর এক বুনোবৃক্ষ
চাঁদক্ষয়ী রাতের আঁধারে; তার রেশ
ভেসে আসে ভোলা ভোলা স্মৃতির ভিতর।
আমাদের নির্মাণে জমেছে আজ কালের কাহন
পাপেরা জিতে নিচ্ছে শুভ্র সুনীল বাতাস।