জলের দামে দিলাম খুলে, রাতের দুয়ার
সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার
এখন এমন কেউ নেই যে আমার, আঁধার এলে খুলে দেবে দুয়ার
যে ঘরের দরজাটা খুব চেনা চেনা ছিল এতকাল
খুলতেই দেখি পরিপাটি ধূলোর জঞ্জাল..
চেয়ে দেখি শুধু এমন আঁধার, পড়ে আছে ধূলোয় মৃত গোলাপ
সময়ের পর্দাটা ধার করা ডানাতে হারিয়ে যায়
সস্তাই যদি তবে কেন উড়ে উড়ে যায়
হাহাকারের আজ ভীষন খরা
তবু স্বপ্ন দেখি রাত পোহাবার
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০