অন্ধকারে বসত গড়ি
সবই আছে তবু কতটুকুই দেখি
তবুও যেন সবই পাই
মনের গহীন অন্ধকারে।
আলোর ফুলঝুড়িতে,
জীবনের অস্তাচলে
ডুবতে যাওয়া সুর্য্যের লাল আলোয়,
দাঁড়িয়ে থাকা গ্রাম্য স্মার্ট মেয়েটি
তাকিয়ে আছে আমার দিকে
একচিলতে হাসি, আর বুকভরা ভালবাসায়
আবেশী আমায় ডুবিয়ে দেয়
সূ্র্য্য ডোবার অনেক আগেই।।
তার ওই খোলাচুলে যদি মুখ গুজতে পারতাম,
শুষে নিতাম নাক দিয়ে সমস্ত সুঘ্রাণ
বুক ভরে উঠত ভালোবাসার রসে
ফুলে ফেঁপে বেলুন যেন,
রঙিন ফানুস।
আমার প্রেম, আমার ভালবাসা
উড়েচলা পাখির ঝাঁকে সুর্য্যদয়ের লালিমা।।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:০৭