আমি যেভাবে প্রতিদিন জেগে উঠি
আমি দুই চোখ ভরে দেখি
ঘাসের ঠোঁট ঘুরেঘুরে
ঝরছে সকালের শিশির।
প্রেয়সীর সিথি ধরে এগিয়ে যাই
মহুয়া বনের দিকে,
যেখানে পদ্মপাতা এবং হরিণের প্রণয় দেখেদেখে
উন্মুক্ত হয় পাহাড়ের রোদ।
আমি এভাবেই প্রতিদিন জেগে উঠি,
আমি আমার খুলে রাখা দরজা দিয়ে
দেখি নরম পায়ের হাঁটা ।
কাঠুরিয়া মন
বুকের দেয়াল ঘেঁষে যে নদী চলে গেছে
মদ্যপ মহাসাগরের দিকে
সে বলে গেছে -
আগামী বর্ষায় জল নোনতা হলেই
পরিচিত সবাই যাবে নৌকাবিহারে।
এরপর থেকে
ল্যাম্পপোস্টের হলুদাভ চোখে জড়ো হয়
উচ্ছৃঙ্খল পোকাদের নীল নীল শরীর।
জ্যোৎস্না রাতের কাকতন্দ্রা চুপচাপ ভাঙে
কাঠুরিয়া মন জঙ্গলের দিকে হাঁটা ধরে,
উড়ুউড়ু দাবানলে ফোঁটে
রিমঝিম বৃষ্টির জলজ ফুল।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫