রমাদান
এই অ্যাপসটিতে রমজান মাসের ৩০ দিনের সেহরি-ইফতারের সময়সূচি সম্বলিত একটি ক্যালেন্ডার পাবেন।
সঙ্গে রয়েছে সেহরি ও ইফতারের সময়ের জন্য অ্যালার্মের ব্যবস্থা। আর আপনার স্মার্টফোনটিতে যদি কম্পাস থাকে তাহলে খুব সহজেই এই অ্যাপসটি ব্যবহার করে কেবলা নির্ধারণ করে ফেলতে পারবেন। এসব বিষয় ছাড়াও অ্যাপসটিতে সেহরি ও ইফতারের জন্য বিভিন্ন দরকারি দোয়া আছে। এসব দোয়ার বঙ্গানুবাদও আপনি পেতে পারেন এই অ্যাপসটিতে। এছাড়াও তসবিহ পড়ার জন্যও এই অ্যাপসটি আপনি কাজে লাগাতে পারেন। নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি আপনার ফোনে বিনামূল্যে ইন্সটল করতে পারবেন।
http://goo.gl/No9sz
রমজান গাইড
রমজান মাসের খুঁটিনাটি জানতে পারবেন এই অ্যাপসটি ব্যবহার করে। রোযা থাকা অবস্থায় কী করা যাবে, কী যাবে না এসব বিষয়সহ রমজানের মাসের ফজিলতসহ নানা খুঁটিনাটি জানা যাবে এই অ্যাপসটি ব্যবহার
করে। নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি আপনার ফোনে বিনামূল্যে ইন্সটল করতে পারবেন।
http://goo.gl/w5XWq2
কোরআন বাংলা
আল
রমজান মাসেই পবিত্র কোরআন নাযিল হয়েছিল। তাছাড়া অন্যান্য মাসের তুলনায় এ মাসে কোরআন পড়লে অধিক সওয়াব লাভ করা যায়। তবে অনেকেই ব্যস্ত থাকার কারণে কোরআন পড়ার জন্য যথেষ্ট সুযোগ পান
না। সেক্ষেত্রে এই অ্যাপসটি আপনাকে কোরআন পড়ার সুযোগ দেবে। কোরআন পড়ার পাশাপাশি বাংলা অর্থও থাকবে এই অ্যাপসটিতে। নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি আপনার ফোনে বিনামূল্যে ইন্সটল করতে পারবেন।
http://goo.gl/fX1KSC
মুসলিম প্রো
রমজান মাস ছাড়াও বারো মাস এই অ্যাপসটি আপনার কাজে লাগবে। এতে সেহরি ও ইফতারের সময়সূচি ছাড়াও আরো নানা সুবিধা পাওয়া যাবে। অ্যাপসটি আপনার অবস্থানের ভিত্তিতে নামাযের সঠিক সময় বলে
দিতে ও কেবলার সঠিক দিক নির্ধারণ করে দিতে পারবে। আশেপাশের মসজিদের অবস্থাও বলে দিতে পারবে অ্যাপসটি। অ্যাপসটি ব্যবহার করে কোরআন পড়তে পারবেন। কোরআন তেলাওয়াত শোনার পাশাপাশি
বাংলাসহ বেশ কিছু ভাষায় তরজমাও শোনা যাবে এই অ্যপাসটির মাধ্যম। এক কথায় বারো মাসের জন্যই আপনাকে ইসলামি বিভিন্ন বিষয়ে সহায়তা করে যাবে এই অ্যপসটি। নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি আপনার ফোনে বিনামূল্যে ইন্সটল করতে পারবেন।
http://goo.gl/6vPBC5
ইসলামিক গ্রিটিং কার্ড
এই অ্যাপসটি ব্যবহার করে কোরআন-হাদিসের বাণী ব্যবহার করে নিজের পছন্দ মতো গ্রিটিং কার্ড তৈরি করতে পারবেন। নিজের তৈরি এসব কার্ড বন্ধুদের পাঠাতেও পারবেন। রেডিমেড কার্ড পছন্দ না হলে নিজের পছন্দ মতো ডিজাইন করে ইচ্ছামত যে কোনো ইসলামি বাণী বসিয়ে তৈরি করতে পারবেন কার্ড। বন্ধুদেরকে দ্বীনের দাওয়াত দেয়ার ক্ষেত্রেও সুন্দর করে সাজানো গোছানো এসব কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও
ঈদের জন্য স্পেশাল কিছু কার্ড পাবেন এই অ্যাপসটিতে। নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি আপনার ফোনে বিনামূল্যে ইন্সটল করতে পারবেন।
http://goo.gl/rQfRGg
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ রাত ১০:৫৭