আমাদের দেশের মানুষ স্বভাবসিদ্ধ ভাবেই বেশ লুল প্রকৃতির। আর লুল মুভির কথা আসলে অনেকেই বলে ফেলেন American Pie মুভির কথা। কিন্তু American Pie থেকে এই মুভিকে আমার আরও অনেক বেশি জোশ হাসির আর লুল মনে হয়েছে।



যাই হোক মুভির কাহিনী হচ্ছে মুভির নায়ক Eun Sik ২ বছর মিলিটারি তে সার্ভিস দিয়ে তার পড়াশুনা শেষ করতে কলেজে ফিরে আসে। এই নায়কের আবার ৩ টা রুম মেট আছে যাদের কাজ কাম দেখলে আপনের হাসতে হাসতে দম বাইর হয়ে যাইব। যাই হোক এই নায়ক আর তার রুম মেটরা এমন এক ক্লাবের সদস্য যারা মাইর খাওয়ার জন্য ট্রেইন হয়। আর তাদের যেই ওস্তাদ ভাই দেখার মত তার কাজ কাম।

এই নায়কের সাথে নায়িকা Eun-hyoর পরিছয় যামনে হয় তা দেখলে সবার মাথা গুরায়া যাইব আর ঐ কাহিনী সারা জীবন মনে থাকব আশা করি। যাই হোক নায়ক বার বার চেষ্টা করে নায়িকারে পটাইতে কিন্তু যতবারেই নায়িকার সামনে পরে ঝামেলা হয় কিছু না কিছু।

গল্পে প্যাঁচ লাগাইতে আবার নায়িকার থাকে আরও লুল মার্কা বয়ফ্রেন্ড। কিন্তু আমাগো নায়ক খুব টাইট হইয়া বইসা থাকে নায়িকার জন্য আর শেষমেশ নায়িকার সাথে মিলতে পারে। মুভির শেষের দিকে কিছু আবেগগন দৃশ্য আছে যেটা কোরিয়ান মুভির জন্য মাস্ট।


আমি মুভি রেভিউ অত ভালো লিখতে পারি না আর সবার মত।


ডাউনলোড লিংকঃ Click This Link
IDM দিয়া নামাইতে পারবেন।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:২০