
আর্জেন্টিনার ফুটবল কোচ ডিয়েগো ম্যারাডোনার কানের দুল বাজেয়াপ্ত করেছে সেদেশের পুলিশ।
১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইতালির ফুটবল ক্লাব নেপোলিতে পেশাদারি খেলোয়াড় হিসেবে খেলার সময় ম্যারাডোনা প্রায় ৩৭ মিলিয়ন ইউরোর সমপরিমাণ কর ফাঁকি দেন। সেই অর্থ উদ্ধারের অংশ হিসেবে ম্যারাডোনার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় ইতালির পুলিশ।
পুলিশ বলেছে, আদালতের নির্দেশ অনুযায়ী ম্যারাডোনার বিরুদ্ধে ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এর আগে যতবার এই ফুটবল সম্রাট ইতালিতে গেছেন ততোবার তাঁর কাছ থেকে কোনো না কোনো সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। ২০০৬ সালে ম্যারাডোনার কাছ খেকে ১০ হাজার ইউরো দামের দুটি রোলেক্স ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল।
গত সপ্তাহে ম্যারাডোনা উত্তর ইতালির একটি ক্লিনিকে চিকিত্সার জন্য যান। সেখানে তাঁর চিকিত্সা বিল হয় প্রায় চার হাজার ইউরো। মুটিয়ে যাওয়া ঠেকাতে এবং মানসিক চাপের চিকিত্সা নেওয়ার জন্য ম্যারাডোনা প্রায়ই ইতালির সেই ক্লিনিকে যান।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ১৯৭০ সালের পর এই প্রথমবারের মতো বিদায় নেওয়ার অবস্থানে রয়েছে তাঁর দল আর্জেন্টিনা। আগামীবছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে না পারলে তা হবে ম্যারাডোনার ফুটবল কোচিংয়ের জন্য সবচেয়ে বড় অস্বসি্ত।
ইতালির পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী কর ফাঁকি দেওয়া ৩৭ মিলিয়ন ইউরোর সমপরিমাণ অর্থ যতদিন না ম্যারাডোনা ফেরত দিচ্ছেন ততোদিন তাঁর বিরুদ্ধে এই বাজেয়াপ্তকরণ অভিযান চলতে থাকবে।
বিবিসি অনলাইন