জনৈক আপা মনি ১ বলেন সিদ্দিকী ভাই আপনেরে তো মেয়ে দিবে না।
আক্কেল গুড়ুম আমার। আমি আবার কার কাছে মেয়ে ছেলে চাইছি! বলে উঠি, "মানে কী?"
আফা মনি কয়, আপনের চুলে পাক ধরছে। বিয়ার বাজারে সাদা চুলের বেইল নাই। সাদী আর কপালে নাই আপনার।
আফা মনির কথা বুকে শেলের মত লাগে।
.
জনৈক ভ্রাতাঃ ভাই আপনের তো চুল পেকে গিয়েছে।
তো সমস্যা কী।
আমার টা পাকে নাই। হে হে।
পার্ট লওনের আর জিনিস পাইলি না রে ভাই। পুরাই হতসম্ভিতমূঢ়।
.
পাশ থেকে জনৈক আপা মনি ২ বলিয়া উঠে, সিদ্দিকী ভাই আপনার সাদা চুল কালো করিবার বটিকা আমার কাছে আছে। আর কাউরে ফ্লোর না দিয়ে ২ নম্বর জন গড়গড় কইরা কইতে থাকে, নিয়মিত আমলকী খেলে চুলের স্বাস্থ্য তো ভালো থাকেই সঙ্গে চুল পাকা রোধ করতেও তা সাহায্য করে। আমলকী থেঁতলে নিয়ে হালকা করে বেটে নিন, একটু পানি মিশিয়ে মণ্ড তৈরি করুন। আমলকীর মণ্ড চুলের গোড়ায় ঘষে ঘষে মাখুন। ১৫-২০ মিনিট রেখে দিয়ে বেশি করে পানি দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে দু-একদিন আমলকীর মণ্ড মাখলে চুল পাকা রোধ করতে উপকার পাবেন।
খাইছেরে কয় কী? শ্যাম্পু মাখতে গেলেই আলসেমী লাগে। আর এত কষ্ট করে আমলকীর জুস বানায়, না খেয়ে মাথায় ঢালবো। আপচুচ।
.
জনৈক আপা মনি ১ মনে করিল, ২ নংরে টেক্কা দিতে হপে। সে আবার শুরু করে। আরে না সিদ্দিকী ভাই, আমি যা বলি সেটা করেন। খাবারদাবারের মেনুতে নিয়মিত কারি পাতা রাখুন। কারি পাতার পুষ্টি উপাদান আপনার পেকে যাওয়া চুলগুলোকে হারিয়ে যাওয়া রঙে ফিরিয়ে আনতে সাহায্য করবে। পাশাপাশি নারকেল তেলে কারিপাতা মিশিয়ে চুলে মাখুন। নারকেল তেলে কিছু তাজা কারিপাতা ছিঁড়ে ছিঁড়ে ছেড়ে দিয়ে পাঁচ-সাত মিনিট ধরে গরম করুন। চুলা থেকে নামিয়ে তেলটা জুড়াতে দিন। তেল জুড়ালে চুলের গোড়ায় ঘষে ঘষে সারা মাথায় মাখুন। আধা ঘণ্টা রেখে দিয়ে ধুয়ে ফেলুন। এমনকি রাতের বেলায় এই কারিপাতা-নারকেল তেল চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। পরদিন সকালে ভালো করে ধুয়ে ফেলুন। আর এর সাথে কিছু চা-পাতা নিয়ে অল্প পানিতে ঘন করে সেদ্ধ করে নিন। পানি ঠান্ডা হলে চুলে মাখুন। চুলসহ মাথার তালুতে এই চায়ের পানি মেখে ঘণ্টা খানেকের জন্য রেখে দিন।
শ্যাম্পু ছাড়া কেবল ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
.
জনৈক আপা মনি ২ মনে মনে ইন্সাল্ট ফিল করে। সে তখন আবার শুরু করে, সিদ্দিকী ভাই, এসবের পাশাপাশি নিয়মিতভাবে চুলে হালকা গরম সরিষা বা নারকেল তেল মাখেন। তেল মাখার সময় মাথার তালুটা মালিশ করার মতো করে ঘষে ঘষে মাখবেন। অকালে চুল পেকে যাওয়া ঠেকাতে এটা উপকারী। এ ছাড়া খাবারদাবারে যত্নবান হওয়ার পাশাপাশি প্রতিদিনই প্রচুর পানি পান করা প্রয়োজন। শরীরে পানির চাহিদা মিটিয়ে ঠিকঠাক পানি খেলে শরীর থেকে টক্সিন দূর হয়। অকালে চুল পাকার জন্য পরিবেশগত দূষণের সঙ্গে শরীরে জমা হওয়া নানা দূষিত উপাদান দায়ী।
.
জনৈক ভ্রাতা আর বাদ থাকে কেন। সেও কয়। ভাইজান হেয়াররিগেইন(D2K Brand) মাখেন। দেখবেন মামলা ডিসমিস।
.
ওরে মাবুদ। আফাগনের সমস্যা কী? এত রান্না বাটি জিনিস দিয়ে এইগুলান কী কয়? আমি তো পিষ্ট হয়ে গেলাম। চ্যাপ্টা হবার আগে খোদার কাছে বুদ্ধি বাড়ানোর দোয়া করি, রব্বি জিদনা ইলমা। নগদে আল্লাহ মাথায় বুদ্ধি দেয়।
.
গিয়ান বিতরন + পরিস্থিতি ঠান্ডা করার জন্য হাদীস কপচালাম। ওহে লেডিস এন্ড জেন্টেল ম্যান, জানো না, রাসূল (সাঃ) বলছে "সাদা চুল উঠাইয়া ফেলিও না। কেননা কিয়ামতের দিন এইগুলা নূর হবে । মুসলমান থাকা অবস্হায় যার একটি চুল সাদা হয়, এ কারণে তার একটি পূণ্য লিখে দেওয়া হয়, একটি পাপ ক্ষমা করা হয় এবং একটি মর্যাদা বৃদ্ধি করা হয় ।" হাদীস শুনে সবাই একটু তব্দা খাইলো। এইবার আমি ফ্লোর না দিয়ে বাজুকা ছাড়িতে শুরু করলাম।
.
ডিয়ার ভাই এন্ড আপা, এটা বয়সের কারনে যতটা না তার চেয়ে বড় কারন হল বংশগত। আমার বাপ দাদা সবার ডান দিকের চুল আগে পেকেছে। আমার ও তাই হয়েছে। এ ছাড়া মানুষের চুল শুধু বয়স বৃদ্ধির জন্যই সাদা হয় না বরং জৈব প্রক্রিয়ায় প্রাকৃতিক হাউড্রোজেন পার-অক্সাইড এর জন্য সাদা হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে চুলের গোড়ায় হাইড্রোজেন পার-অক্সাইড আরো বেশি পরিমাণে উৎপন্ন হতে থাকে এবং এর ফলে মেলানিন নামক রঞ্জক পদার্থের সংশ্লেষণ বাধাগ্রস্ত করে। আমরা বাহিরের দিকটা নিয়ে বেশী ভাবি, তাই না? ভিতরটা সাদা হইলো কিনা সেইটা খুচায় খুচায় বাইর করেন। তা না কইরা ১০০০০০ চুলের ভিতর ১০ টা পাকা চুল বাইর করছেন। কাজ কাম না থাকলে পাবলিকের যা হয় আর কী। এইগুলারে সৌদি এক্সপোর্ট করা উচিত। যাইয়া আমলকী কারিপাতার সালাদ বানাক। আর চুল কম বেশী সাদা থাকলেমুরব্বী মুরব্বী ভাব থাকে। এতে পাবলিক কথা খায় বেশী। ইজেন্ট ইট? হু? বিয়াপুক গিয়ান আর গরম গরম কথার পেট্রোল বোমা খাবার আশঙ্কায় উহারা স্থান ত্যাগ করিল।
বি.দ্রঃ মাঝে মাঝে গরম হবার ভাব ধরতি হয়। তা না হলে, হুদাই প্যারা খাতি হয়।