মামায়েভ কুরগান কমপ্লেক্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালিন স্ট্যালিনগ্রাদের ভয়াবহ লড়াইয়ের স্মরনের নির্মিত প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়ার অন্যতম জাতীয় স্মৃতি সৌধ। এই সৌধ ক্ষেত্রের এর প্রধান আকর্ষন ছোট পাহাড়ের উপরে নির্মান করা ২৭৯ ফুট দীর্ঘ স্ট্যাচু “ দেশ মাতৃকার ডাক” ।
মামায়েভ কুরগান কথার অর্থ মামায়েভের সমাধি। কিংবদন্তি মতে মধ্যযুগের গোল্ডেন হোর্ডের এক তাতার সেনাপতিকে এই ছোট পাহারে সমাধিস্থ করা হয় ও তার নামেই এই পাহাড়ের নাম প্রচলিত হয়ে এসেছে। ১৯৪২ সালের আগস্ট থেকে ১৯৪৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত এক ভয়াবহ যুদ্ধ এই পাহাড় ও পাহাড় সংলগ্ন স্ট্যালিনগ্রাদ শহরকে কেন্দ্র করে সঙ্ঘটিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত সরকার এই মামায়েভ কুরগান পাহাড় ও স্ট্যালিনগ্রাদ শহরকে কেন্দ্র করে হওয়া যুদ্ধের স্মরনে একটি সৌধ তৈরির পরিকল্পনা করে।তার ধারাবাহিকতায় ১৯৫৯ থেকে ১৯৬৭ সালের মধ্য নির্মিত হয় এই মামায়েভ কুরগান সৌধক্ষেত্র। এই সৌধক্ষেত্রের শীর্ষে অবস্থান করছে ৭৯০০ টনের ওজনের ২৭৯ ফুট লম্বা একটি মাতৃ মুর্তি “ দেশ মাতৃকার ডাক” । যার হাতে ২৭ ফুট দীর্ঘ একটি ইস্পাতের তলোয়ার। এর স্থপতি ইয়েভজেনিচ ভিক্টরভিচ ভিউচেটিচ (১৯০৮-১৯৭৫) । আর ভেলেন্টিনা আইজোটোভা নামের এক স্থানীয় নারী এর মডেল হিসাবে কাজ করেন। স্ট্যালিনগ্রাদের প্রতিরোধের ২০০ দিনের কথা স্মরন করিয়ে দেয়ার জন্য ২০০ টি সিড়ির ধাপ স্ট্যাচু থেকে নীচের দিকে পাহারের পাদদেশে নেমে গেছে।
স্ট্যালিনগ্রাদের যুদ্ধে জার্মান আর্মি গ্রুপ “বি” এর ৬ তম আর্মি,৪ প্যাঞ্জার, ইটালিয়ান ৮ম আর্মি,রোমানিয়ান ৩,৪ আর্মি এবং সোভিয়েত পক্ষে ৮ম,২৮,৫,৫৭,৬২ ও ৬৭তম আর্মি মুখোমুখি হয়। নাজি জার্মান পক্ষে মোট ছিলো ৮ লক্ষ সৈনিক ১০,০০০ আর্টিলারি পিস, ৫০০ ট্যাংক, ৭৩২ সুদ্ধ বিমান আর সোভিয়েত পক্ষে ছিলো ১১ লক্ষ সৈনিক, ১৩ হাজার আর্টিলারি পিস, ৯০০ ট্যাংক, ১১০০ যুদ্ধ বিমান।
জার্মান পক্ষের গুরুত্বপুর্ন সেনাপতিরা ছিলেন এরিখ ভন মেন্সটেইন, ফ্রেড্রিক পাউলুস আর সোভিয়েত পক্ষে মার্শাল ঝুকভ,মার্শাল চ্যুইকভ,পলিটিক্যাল কমিশার নিকিতা ক্রুশ্চেভ।
স্ট্যালিনগ্রাদের লড়াইয়ে জার্মানদের ৭,০০,০০০ নিহত অথবা নিখোঁজ ও ৯১,০০ যুদ্ধবন্দী হয় আর সোভিয়েত পক্ষে ৪,৭৮,০০০ নিহত বা নিখোঁজ ৬,৫০,০০ আহত। ২০০ দিনে যুদ্ধে হতাহতের সংখ্যা প্রায় ২০ লক্ষ। লড়াই এতোটাই ভয়াবহ ছিলো যে যুদ্ধ শেষে মামায়েভ কুরগান কমপ্লেক্স ও এর পার্শবর্তি স্ট্যালিনগ্রাদ শহর এলাকায় প্রতি বর্গ মিটার মাটিতে ১২০০ শ্র্যাপ্নেল পাওয়া যায়।
এই মামায়েভ কুরগান স্মৃতিসৌধ ক্ষেত্রে সমাধিস্হ আছে স্ট্যালিনগ্রাদ যুদ্ধক্ষত্রের সোভিয়েত বাহিনীর প্রধান মার্শাল চুইকভ কে। এখানে আরো সমামধিস্থ হওয়ার গৌরব লাভ করেছে স্ট্যালিনগ্রাদ যুদ্ধের বিখ্যাত সোভিয়েত স্নাইপার ভ্যাসিলি গ্রেগোরিভিচ ইয়ায়ৎসেভ... যার শিকার সংখ্যা ২৪২ জন নাজি সৈনিক ও অফিসার।
পরের পর্ব গ্যালিপলি