সুখ ও মহামানব
শাহাবুদ্দিন শুভ
কিছু না পাওয়ার মধ্যেও অদ্ভুত এক সুখ লুকিয়ে থাকে,
আবার অনেক কিছু পেয়েও বুকের গভীরে শূন্যতা বাজে।
সুখ—একটা দোলাচলের নাম, এক অন্তহীন প্রতীক্ষা।
একসময় মানুষ স্বপ্ন দেখে, একটা ভালো ক্যারিয়ার চাই,
একটা পর্যায়ে এসে সে বুঝতে পারে,
এই প্রাপ্তির সিঁড়িতে পা রেখেও কোথাও অপূর্ণতা রয়ে গেছে।
সব পাওয়া সত্ত্বেও মন কেবলই প্রশ্ন করে—
আরও কিছু কি দরকার ছিল?
কোনো কিছু কি ফাঁকা রয়ে গেল?
মানুষ এ প্রশ্নের বেড়াজাল থেকে বেরোতে পারে না।
কেবল পারে মহামানবরা।
কিন্তু আমি পারি না...
কারণ আমি মহামানব নই।
প্যারিস, ১৭.০৩.২০২৫
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ রাত ২:৫৭