প্রতীক্ষার প্রহর
শাহাবুদ্দিন শুভ
প্রতীক্ষার প্রহর কত দীর্ঘ হয়,
তুমি কি তা জানো?
কখনো কি বোঝার চেষ্টা করেছো?
কেউ একজন তোমার একটি ফোনকলের,
একটি মেসেজের অপেক্ষায়
প্রতি মুহূর্ত কাটায়,
অস্থিরতা আর ব্যাকুলতা নিয়ে।
মোবাইলের সামান্য নোটিফিকেশন শুনলেই
মন ছুটে যায়,
আশার আলো জ্বলে ওঠে,
চোখ চলে যায় স্ক্রিনের দিকে,
কিন্তু না—
তোমার মোবাইল থেকে কোনো বার্তা আসে না,
নিঃসঙ্গতার সীমানা শুধু দীর্ঘ হয়।
হয়তো তোমার চিন্তার মাঝে
আমি নেই,
হয়তো আমার অপেক্ষার গল্প
তোমার হৃদয়ের দেয়ালে কোনো ছাপ ফেলে না।
তবু আমি অপেক্ষা করি,
চাতক পাখির মতো,
একটি শব্দের জন্য,
একটি উত্তরের জন্য,
একটি অনুভূতির জন্য—
যা হয়তো কোনোদিন আসবে না।
প্যারিস, ফ্রান্স। ১১.০৩.২০২৫
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২৫ সকাল ৭:২৯