সোবহান বাগে ছিনতাইকারীদের ব্যাগ টানাটানিতে রিকশা থেকে পড়ে গিয়ে এক মহিলা মারা গেছেন। একই ঘটনার বর্ণনা দিচ্ছে আমাদের সংবাদপত্রগুলো কতরকম ভাবে তার একটা তুলনা দিলাম।
*****************************
প্রথম আলো বলছে -
“ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ২৪ অক্টোবর আয়েশা বান্দরবানে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল সকালে তিনি শ্যামলী পরিবহনে রাজধানীর পান্থপথে এসে নামেন। সেখান থেকে রিকশায় লালমাটিয়ার ভাড়া বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন।“
**************************
সমকাল বলছে -
“রিপার স্বামী আওলাদ হোসেন শিমুল সমকালকে বলেন, ইব্রাহিম নামে কাউকে আমরা চিনি না। তার সঙ্গে রিপা বা আমাদের কারও কোনো সম্পর্ক ছিল না। তা ছাড়া রিপা কোথাও বেড়াতে যায়নি। সে বোনের বাসাতেই ছিল। সকালে বাচ্চাকে স্কুলে দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।রিপার বড় বোন সীমার মেয়ে মালিহা মির্জাও সমকালকে বলেন,খালা (রিপা) রাতে আমাদের বাসায় ছিল। সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই খালা বাসা থেকে বের হয়। অবশ্য তাজমহল রোডের স্কুলে সš-ানকে পৌঁছে দিয়ে লালমাটিয়ার বাসায় ফেরার পথে রিপা কেন ঘটনাস্থল সোবহানবাগ এলাকায় গিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি স্বজনরা। তা ছাড়া স্কুলের সময়টা আরও পরে।“
*********************************
ইত্তেফাক বলছে -
“রিপার স্বামী মোহাম্মদ শিমুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকালে রিপা প্রাতঃভ্রমণে বের হয়েছিল। এ সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনি আর কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
**********************************
বাংলাদেশ প্রতিদিন বলছে -
“ নিহত রিপার ভগ্নিপতি নজরুল ইসলাম মুকুল জানান, সোমবার রাতে তিনি রিপা তার মেয়ে রাইশাকে (৮) তাজমহল রোডে এক বোনের বাসায় রেখে ধানমন্ডিতে আরেক বোনের বাসায় যান। সেখান থেকে রিপা সকালে লালমাটিয়ায় নিজের বাসায় ফিরছিলেন। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।
********************************************
আমাদের সময় বলছে -
ঘটনার প্রত্যদর্শীর বরাত দিয়ে রিপার ভগ্নিপতি নজরুল ইসলাম মুকুল জানান, রিপা সোমবার রাতে মেয়ে রাইসাকে তাজমহল রোডে এক বোনের বাসায় রেখে ধানম-িতে আরেক বোনের বাসায় যান। সেখান থেকে গতকাল ভোর পৌনে ৭টার দিকে তিনি রিকশাযোগে লালমাটিয়ার দিকে আসছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী রিপার বন্ধু ইব্রাহিম খানের বরাত দিয়ে ধানম-ি থানার ওসি আবু বকর জানান ভিন্ন কথা। তিনি বলেন, গত ২৪ অক্টোবর ইব্রাহিম খান ও রিপা বান্দরবনে বেড়াতে যান। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে থেকে গতকাল ভোরে পাš’পথের বাস কাউন্টারে নেমে রিকশাযোগে লালমাটিয়ার দিকে যাচ্ছিলেন।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫২