দুটো স্মৃতি পাশাপাশি ছিটে বসে রোজ মতিঝিল থেকে উত্তরা যায়। উত্তরার বস্তি এলাকায় পড়ে থাকে। যেখানে জীবনের সাথে প্রতিনিয়ত স্মৃতির জন্ম হচ্ছে। যেভাবে জন্ম হচ্ছে ঘাসের সাথে পায়ের স্মৃতি। কবির সাথে কবিতার স...্মৃতি কিংবা রোজই বিনা কারণে মানুষ মরে যাবার স্মৃতি। জীবনকে রাঙাতে রোজ মোবাইলে কোম্পানীর এসএমএস। যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মতো রোজই শোষণের স্মৃতি জন্ম নিচ্ছে। এত নিভৃতচারী স্মৃতির মাঝে দৃটো পাশাপাশি সিটে বসা স্মৃতির কথোপকথন হয় কমই। রাজার মিথ্যে কথার পসরা সাজিয়ে একটা হকার রোজই বাসে ওঠে বলে, কোম্পানী বিশেষ ছাড়ে দিচ্ছে। রাজার প্রতি মিথ্যে কথার মূল্য মাত্র একটা মানুষের জীবন।
পাশাপাশি স্মৃতি তখন উদাস হয়ে জানালার কাঁচ ঠেলে। এই যানজটে ধুলোয় মোড়ানো দৃশ্যের মাঝে দুটো শালিক পাখির ভালোবাসা খোঁজে মাত্র।
তুমি আমি এখন শুধুই শালিক পাখি। ঠোটে ঠোট রেখে উষ্ণতা বিনিময় করে রোজ স্মৃতির জন্ম দিচ্ছি।

আলোচিত ব্লগ
নামাজের দায়ভার!
'নামাজ' - শব্দটা আমার মত বেশ কিছু মানুষের জন্য বেশ বিব্রতকর। কারন একজন মুসলিম হিসাবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যে বাধ্যবাধকতা রয়েছে তা অনেক সময় আমরা পালন করতে পারি... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে "রিফাইন্ড আওয়ামী লীগ": পুনর্বাসন নাকি নতুন ষড়যন্ত্র?
বাংলাদেশের রাজনীতি বর্তমানে এক অনিশ্চিত ক্রান্তিকাল অতিক্রম করছে। দীর্ঘদিনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গত ৫ আগস্টের গণআন্দোলনের মুখে ক্ষমতা হারিয়েছে, এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। কিন্তু সাম্প্রতিক... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। দ্রুত বুড়িয়ে যাওয়া, মাথা ঘোরানো -----------------
মহাকাশে সময় কাটানো এবং পৃথিবীর অপরূপ দৃশ্য দেখা অনেকের কাছেই আজীবনের স্বপ্ন। তবে মানবদেহ শুধু পৃথিবীর মাধ্যাকর্ষণে কাজ করার জন্যই বিকশিত হয়েছে। তাই মহাকাশের শূন্য মাধ্যাকর্ষণে সময় কাটানোর পর... ...বাকিটুকু পড়ুন
আমার একটা ব্যক্তিগত সমুদ্র থাকলে ভালো হতো
আমি এসে বসছি
নরম বালুর উপর,
সামনে বিশাল সমুদ্র,
ঢেউগুলা আমারে কিছু একটা বলতে চাইতেছে,
কিন্তু আমি বুঝতে পারছি না।
আমার মাথার উপর বিশাল আকাশ,
আকাশের নিচে শুধু পানি আর পানি,
আমি একলা,
আমার সামনে সমুদ্রের একলা... ...বাকিটুকু পড়ুন
বসন্তের এই মাতাল সমীরণে... সাজাই এ ঘর ফুলে ফুলে ...
ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল
স্থলে জলে বনতলে লাগল যে দোল দ্বার খোল, দ্বার খোল....
বসন্তের আগমনে প্রকৃতিতে লাগে দোল। সাথে সাথে দোলা লাগে বুঝি আমাদের অন্তরেও। সে... ...বাকিটুকু পড়ুন