বিভিন্ন সময় নানা কাজে গুরুত্বপূর্ন কাগজপত্র এ্যটেস্টেট করা লাগে । তথ্যের অভাবে পড়তে হয় নানান হাঙামায়। টাকা থাকলেও সব সময় সব কাজ হয় না। দালালরা হাইকোর্ট দেহায়। নানান মনীষি (এমনকি যার এ বিষয়ে জ্ঞান নাই সেও) নানান উপদেশ দেয়। তখন অবস্থা দাঁড়ায় কানার হাইকোর্ট দর্শনের মতো !! তাই তথ্য জানা থাকা চাই।
তাছাড়া যারা দালাল এড়িয়ে নিজের কাজ নিজে করতে অভ্যস্ত তাদের জন্যে আমার অভিজ্ঞতা শেয়ার করছি:
একাডেমিক (শিক্ষা বিষয়ক) Certificate/Transcript / ইত্যাদি:
বিদেশে সাবমিট করার ক্ষেত্রে সাধারণত এগুলো Foreign and Education Ministry এটেস্টেট করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট এ্যাম্বাসী অথবা ল মিনিস্ট্রি থেকেও সত্যায়ীত করা লাগে।
পর্যায়ক্রমে বলছি কখন কি করবেন।
১. শিক্ষা বোর্ড:
ক.
অরিজিনাল সার্টিফিকেট SSC/ HSC এর গুলি সংশ্লিষ্ট বোর্ড থেকে সবার আগে ভেরিফাই করতে হবে।আদারওয়াইজ মন্ত্রনালয় করবে না।
বোর্ড আফিসে যাওয়ার আগে অতি সাধের লেমেনেটিংগুলি (যদি থাকে) সাবধানে তুলে ফেলুন। এই কাজটা যথেষ্ট রিস্কি , বাট নো ওয়ে। সেক্ষেত্রে লেমেনেটিং তোলার ভাল কোনো দোকানে যান। বোর্ড অফিসের আশেপাশেও এই জাতীয় দোকান থাকে। আমার কাছে সবচেয়ে নিরাপদ মনে হয়েছে শুধু পিছনের সাইটের লেমেনিটিং তোলা। ওদের বললে শুধু এক পাশেরটা তুলে দেয়। ঠাকাও কম লাগে। একসাইট আনুমানিক বিশ টাকা। পেছন সাইট এইজন্য যে অরিজিনাল কাগজে সিল মারবে পিছনে। ফটোকপিতে সামনে।
শিক্ষা বোর্ডে ভেরিফাই করার ক্ষেত্রে পার ক্লাস (সাটিফিকেট+মার্কশিট, অরিজিনাল+ সাথে ফটোকপি ১/২ সেট ফ্রি ) ৩০০-৪০০ টাকা লাগতে পারে। টাকা বোর্ড নিকটস্থ ব্যাংকে দিতে হবে। টাকা কোন বোর্ডে কত এটা ওয়েব সাইট থেকে দেখে নিবেন। অথবা টাকা বেশী নিয়ে বের হবেন।
বোর্ডে কাগজ জমা দেয়ার পর ১ দিন থেকে এক সপ্তাহ লাগতে পারে পেতে ।
খ.
তারপর আসেন অনার্স/ মাষ্টার্সের ব্যাপারে। সাটিফিকেট, ট্রান্সক্রিপ্ট কন্ট্রলার অফিস থেকে ভেরিফাই করতে হবে। ফি লাগবে। ১০০-৩০০ লাগতে পারে। নাও লাগতে পারে। এটা ইউনিভার্সিটি ওয়াইজ ভেরী করে। সাথে একটা দরখাস্ত।
২. মন্ত্রনালয়: (শিক্ষা)
এবার এইগুলা নিয়া প্রথমে যাবেন শিক্ষা মন্ত্রনালয়ে। ভাবতাছেন এইটা আবার কোথায় ? GPO মানে ঢাকার কেন্দ্রে চইলা আসেন একদৌড়ে । আসছেন ? ট্রাফিক পুলিশ ভাইরে জিগান সচিবালয় কই। দেহায়া দিব। দর্শনার্থির গেট দিয়া ঢুকবেন। সোজা ভিতরে চইলা যান। এইবার ভিতরে ডিউটিরত পুলিশরে জিগান সাটিফিকেট এ্যটেষ্টেট করমু কয় নাম্বার কাউন্টারে? দেহায়া দিব। সিরিয়ালে দাড়ান, জমা দেন, প্লাষ্টিকেরএকটা টোকেন নেন। যত্ন কইরা পকেটে রাখেন। একই দিন বিকালে অানু: ২ টার পর (ভুইলা গেছি,আসার সময় জাইনা নিয়েন) কাগজ ফেরত নেয়ার সময় এই টোকেন ফেরত দিতে হইব।
এইরে আসল কথাই বলি নাই। এই মন্ত্রনালয়ে আসবেন সকাল ৯ টার মধ্যে। ৯-১০ টা এর পরে জমা নেয় না। আর একটা কথা মন্ত্রনালয়ে কাগজ ভিরিফাই করতে নো ফি, কোন টাকা লাগে না। সুতরাং অরিজিনালের সাথে ২সেট ফটোকপি জুড়ে দিতে ভুলবেন না। ফ্রি । এটাও করে দিবে।
২.১ মন্ত্রনালয়: (ফরেন)
এইবার পরের দিন এইগুলা নিয়া দৌড় দেন ফরেন মিনিস্ট্রিতে। ফরেন মিনিস্ট্রি হচ্ছে আপনার.... হাইকোর্ট চিনেনতো? আচ্ছা অইজকা আর হাইকোর্ট দেহামু না। নেক্স দিন । লেখতে আর ভাল্লাগতাছে না।
(ভুলচুক ধরা পড়লে / পরামর্শ থাকলে দিয়েন, এডিট করে দেব, পরের পর্বে আরো লিখব)