সামুতে ব্লগিং করি দুই বছরের উপরে। অথচ অনেক কিছুই জানিনা। তাই কিছু জানার চেষ্টার জন্য এই পোস্ট। সকলের সহযোগিতা চাচ্ছি। তবে পুরানো ব্লগারদের কাছে প্রত্যাশাটা একটু বেশি। কিছু প্রশ্নের উত্তর হয়তো কর্তৃপক্ষ ছাড়া আর কারো জানা নাই । সে প্রশ্নগুলোর জবাব তারা দিবেন আশা করি।
প্রশ্ন : সামুর যাত্রা শুরু হয় কখন ?
উত্তর : ১৬ই ডিসেম্বর ২০০৫ (জানিয়েছেন ব্লগার রুদ্রপ্রতাপ)
প্রশ্ন : সামুতে রেজিস্ট্রি করা প্রথম ব্লগার কে ?
উত্তর : ইমরান (ওনার ব্লগের লিংক নিচে আছে মন্তব্য নং ১৬)
প্রশ্ন : সামুর প্রথম পোস্ট কোনটি ? ব্লগার কে ?
উত্তর : দেবরার "ইমরান ব্লগ স্রষ্টা" প্র্রথম পোস্ট (নীচে লিংক আছে, তবে "মুখপোড়া" ওই পোস্টের ৫৩৭ তম মন্তব্যে বলেছেন এটা ৯ম পোস্ট।)
প্রশ্ন : প্রথম স্টিকি পোস্ট এবং ব্লগারের নাম কি ?
উত্তর: পোস্টের শিরোনাম-সমবেত এই আমরা একটু থামতে পারি কি? একটু থামুন ... প্রাপ্তি আপনাদের কি যেন জানাতে চাইছে । ব্লগার হলেন-সাদিক মোহাম্মদ আলম (নিচে লিংক দেয়া আছে)
প্রশ্ন : সামুর ইতিহাসে সবচেয়ে বেশি মন্তব্য হওয়া পোস্ট কোনটি ?
উত্তর : এখন পর্যন্ত আমার জানায় হাসান মাহবুব এর অফটপিক নামের কমেন্ট পোস্টে ১৬০০ মন্তব্য পড়েছে। এর চেয়ে বেশি মন্তব্যের কোন পোস্ট কারো চোখে পড়লে জানালে আপডেট করা হবে।(১৬০০ মন্তব্যের পোস্টের লিংক নিচে আছে) এছাড়া প্রায় ৩৬০০০ বার পঠিত একটা পোস্ট আছে {বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)} নাফিস ইফতেখারের।
প্রশ্ন : প্রথম ক্যাচাল পোস্ট কোনটি ?
উত্তর :
প্রশ্ন : প্রথম ছাগু পোস্ট কোনটি ?
উত্তর :
প্রশ্ন : প্রথম নাস্তিক পোস্ট কোনটি ?
উত্তর :
প্রশ্ন : ছাগু উপাধীপ্রাপ্ত প্রথম ব্লগার কে ? উপাধীদাতা কে ?
উত্তর : ছাগু উপাধীদাতা হলেন-অরুপ
উপাধীপ্রাপ্ত হলেন- ত্রিভুজ (অবশ্য ওনাকে চীফ হিসেবে মর্যাদা দেয়া হয়েছে)
প্রশ্ন : সামুর ইতিহাসে সবচেয়ে স্মরণীয় পোস্ট বা ঘটনা কি ?
উত্তর : ঘটনা হিসেবে প্রাপ্তিকে নিয়ে সকল ব্লগারের প্রথমবারের মত এক প্লাটফর্মে আসা। আবার কেউ কেউ মিথিলা নাটককেও সবচেয়ে স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।
প্রশ্ন : সামুর প্রথম মডু কে ?
উত্তর :সৈয়দা গুলশান আরা জানা / হাসিন / ইমরান। এখনো নিশ্চিত নই কে ছিলেন প্রথম মডু। তবে এই তিনজনের একজন হওয়া অবধারিত।
প্রশ্ন : ছাগুচীপের মত নাস্তিকচীপ উপাধী কি কেউ পেয়েছেন ? পেয়ে থাকলে তিনি কে ?
উত্তর : আরিফুর রহমানের পক্ষে কেউ কেউ ভোট দিয়েছেন। তবে এইটাও নিশ্চিত না।
প্রশ্ন : এই পর্যন্ত কতজন এখানে রেজিস্ট্রেশন করেছেন ? একক আইডি কতগুলো ?
উত্তর : ৮৮০০০ এর মত রেজিষ্ট্রেশন করেছে। একক আইডি সম্পর্কে জানার জন্য কর্তপক্ষের কাছে মেইল পাঠানো হয়েছে। তারা জানালে এখানে উল্লেখ করব আশা করি।
প্রশ্ন : একজন ব্লগারের সর্বোচ্চ কতগুলো ফেইক আইডি আছে ?
উত্তর : এটা শিউর না। তবে মাথামোটা এবং আরিফ ভাই এর কাছ থেকে শোনামতে, প্রায় ৪০০ আইডি ছিল এটিম-এর । কোন আইডি শহীদ হওয়ার সাথে সাথে তাকে নতুন আইডি সরবরাহ করা হতো।
প্রশ্ন : সামুর ইতিহাসে প্রথম ফেইক আইডি কোনটি ?
উত্তর :
প্রশ্ন : সামুর সেরা অর্জন কোনটি ?
উত্তর :বাংলা লেখাকে এত সহজে প্রকাশের জন্য সামুর অবদান সবচেয়ে বেশী। হাজার হাজার লোক এখন বাংলায় নিজের মনের কথাটা প্রকাশ করছে । । অনেক লেখকের আত্মপ্রকাশ হইছে সামুর মাধ্যমে...... (বলেছেন শ।মসীর)
প্রশ্ন : এ পর্যন্ত কতটি পোস্ট স্টিকি হয়েছে ?
উত্তর :
আরো অনেক প্রশ্ন আছে। যার মাথায় যেগুলো আসে সেগুলো মন্তব্যের ঘরে লিখে দেন। আপডেট করা হবে। অন্তত প্রশ্নগুলো একত্রিত হোক। জবাব হয়তো ধীরে ধীরে পেয়ে যাব আমরা।
----------------------------------------------------------
---------------------------------------------------
আরো কিছু প্রশ্নের কথা বলেছেন সম্মানিত ব্লগারগণ-
১.প্রশ্ন: সামুর কট খাওয়া হিট ছাইয়া কে ?কট না খাওয়া হিট ছাইয়া কে ?
উত্তর:
২.প্রশ্ন: সেরা ঢ়েসিডেন্ট ভাড় কে ?
উত্তর:
৩.প্রশ্ন: সামুতে ব্যান হওয়া প্রথম ব্লগার কে ?
উত্তর : মাসুদা ভাট্টি। (আরিফ ভাইয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্যমতে)
৪. ব্লগিং এর কারণে যে সকল শব্দ বাংলা ভাষায় এখন ভিন্ন তাৎপর্য বহন করে তার একটা তালিকা দিন।
উত্তর: ছাগু, কেপি টেস্ট, ঝাজা.....
৫. বাংলা ব্লগের সবচেয়ে রহস্যময় চরিত্র কোনটি ?
উত্তর: ফিউশন ফাইভ / .........
৬.কোন ছাগু সামুর মডু ছিল ?
উত্তর: ত্রিভুজ
----------------------------------------------------
ব্লগার অণুজীবের সৌজন্যে আরো কিছু প্রশ্নোত্তর...............
১.কোন পোস্ট টি সবচেয়ে বেশিবার ফেসবুকে শেয়ার করা হয়েছে?
উত্তর: ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন( Facebook Timeline) এক্টিভেট করে নিন আপনার প্রোফাইলে খুব সহজে---- ২৪১৪ বার
২.১৮+ পোস্ট হিসেবে সর্বাধিক পঠিত পোস্ট?????
উত্তর:
১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য-------২৯৬৪৭ বার
৩.সবচেয়ে বেশি প্রিয়তে নেয়া পোস্ট কোনটি?????
উত্তর:
আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন.১০৫৩ বার
৪.সবচেয়ে বেশি কমেন্ট করেছেন কোন ব্লগার
উত্তর:
রাশেদ ৪১৪০২
৫.ব্লগের ইমোটিকন এবং তাদের স্রষ্টা কে??
উত্তর:
বাংলা ব্লগের ইমোটিকন এবং তাদের স্রষ্টা
৬.ফ্লাডিং করার দায়ে কোন ব্লগারকে প্রথম ফ্রন্টপেজ এ ব্যানড করা হয়?
উত্তর:
সাকিব এবং এম হুসেইনের
৭.সামহ্যোয়ারইন ব্লগ ফোনেটিক বাংলা লেখার সুবিধা কবে দেয়া হয়?
উত্তর: ২০০৬ সালের ২৪ জানুয়ারি।
৮.সামহ্যোয়ারইন ব্লগে ‘অনলাইনে আছেন এ বিভাগ টি কবে অন্তর্ভুক্ত করা হয়?
উত্তর:২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি
৯.ব্লগের সার্চ সুবিধা কবে যোগ করা হয়?
উত্তর:ব্লগে ব্লগার সার্চ সুবিধা যোগ করা ২০০৬ সালের ৩০ মে। তবে কনটেন্ট সার্চ সুবিধা যোগ করা হয় আরও পরে। ২০০৭ সালের ৩১ মে কনটেন্ট সার্চ সুবিধা যোগ হয়।
১০.ব্লগে বিজ্ঞাপন দেয়া শুরু হয় কবে?
উত্তর: চূড়ান্ত সিদ্ধান্ত হয় ২০০৯ সালের ২৮ মে
১১.সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোস্ট
জাফর ইকবাল জাতিকে কি দিয়াছেন ------------৬৬৩ টি
তার উত্তরগুলোর লিংক নীচে ৬২ নং মন্তব্যে রয়েছে।