ব্লগে লেখালেখির জন্য কিছু খুজে পাচ্ছিলাম না । শেষ পর্যন্ত আমার প্রিয় ব্যান্ড
লিনকিন পার্কের কিছু CREATIVE মিউজিক ভিডিও নিয়ে হাজির হলাম ।
ব্লগে রাজনৈতিক কলহ ও অন্তর্দ্বন্দের পোস্টের মাঝে যদি সামান্য বিনোদন দিতে পারি তবে আমার পো্স্ট সার্থক হবে ।
...........................................................................................................................................................................................................।
লিনকিন পার্কের সব মিউজিক ভিডিও গুলো যে খুব বেশি CREATIVE ও কাহিনীবহুল হয় তা বলা যাবে না । তবে তাদের এমন কিছু মিউজিক ভিডিও রয়েছে যেগুলো তে প্রচুর গ্রাফিক্সের ব্যবহার রয়েছে এবং সেগুলো কাহিনীবহুলও বটে ।
তাই ভিডিও গুলোতে গ্রাফিক্সের ব্যবহার এবং কাহিনীবহুল এই দুটি ক্যাটাগরিতে ভাগ করে আমি ভিডিও গুলোর সারসংক্ষেপ সহ নির্বাচন করেছি ।
১। IN THE END :
ভিডিওটি সবার বোধকরি অন্তঃত যারা লিনকিন পার্ক ফ্যান তারা এই গানটির সাথে পরিচিত
যে ধরনের : র্যাপ , রক ,অল্টারনেটিভ রক , এন ইউ মেটাল
প্রযোজক : জো' হা'ন , নাথান 'কারমা' কক্স ।
যে দিন মুক্তিপ্রাপ্ত : ৪ই মার্চ ,২০০৭
ভিডিও টির সাফল্য : ২০০২ এমটিভি এওয়ার্ডস, BEsT ROCK VIDEO
YOUTUBE VERSION ;
ডাউনলোড লিন্ক : BEST QUALITY
ভিডিও তে যা দেখানো হয় :
IN THE END এর ব্যকগ্রাউন্ডের দৃশ্যায়ন করা হয়েছে CALIFORNIA DESERT এ . তারা দলগতভাবে PERFORM করতে থাকে স্টেজ স্টুডিও তৈরী করে এবং তাদের চারপাশে কম্পিউটার জেনারেটেড ইফেক্ট দেয়া হয় এবং শেষ দৃশ্যটি ধারন করা হয় , স্টেজের উপরিভাগে স্হাপন করা পাইপ লাইনের সাহায্যে বৃষ্টি সৃষ্টি করার মাধ্যমে .
২ । NUMB :
এই ভিডিওটি আমার দেখা লিনকিন পার্কের কাহিনীবহুল ভিডিও গুলোর মধ্যে একটি
যে ধরনের : অল্টারনেটিভ রক , এন ইউ মেটাল
প্রযোজক : জো' হা'ন
যে দিন মুক্তিপ্রাপ্ত : ২০০৪
ভিডিও টির সাফল্য :
**MuchMusic এর ১০০ টি মিউজিক ভিডিও র মধ্যে ৪০তম**
YOUTUBE VERSION HD 720P ;
ভিডিও তে যা দেখানো হয় :
ভিডিও তে দেখানো হয় , কিভাবে প্রতিদিনকার জীবনে মেয়েটি ঘরে আর বাইরে সামাজিক ও পারিবারিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ।
৩ । NEW DIVIDE :
ভিডিও টির চমৎকার গ্রাফিক্সের ব্যবহার ভিডিও টিকে প্রচুর ভিউ পেতে সাহায্য করে ইউটিউবে .
যে ধরনের : অল্টারনেটিভ রক
প্রযোজক : জো' হা'ন
যে দিন মুক্তিপ্রাপ্ত : ১১ই জুন, ২০০৯ ।
ভিডিও টির সাফল্য :
ইউটিউবে তাদের সবচেয়ে বেশী দেখা ভিডিও এটি । এখন পর্যন্ত 126,940,640 বার দেখা হয়েছে ।
ডাউনলোড লিন্ক : BLU-RAY VERSION
YOUTUBE VERSION HD 720P ;
ভিডিও তে যা দেখানো হয় :
ভিডিও তে উচ্চ প্রযুক্তির গ্রাফিক্সের ব্যবহার ভিডিও টিকে দিয়েছে স্বাতন্এতা । ভিডিও তে থারমাল ক্যামেরা এবং ইমেজের সংমিশ্রন ঘটিয়ে ভিডিওর ক্যরেক্টার গুলোকে থারমাল লেন্সের মাধ্যমে দেখান হয়েছে । ভিডিও টির আরেকটি বিশেষত্ব হচ্ছে , ভোকালিস্ট 'চেস্টার বেনিংটন' -এর WIFE 'টালিন্ডা' কে ভিডিওর একটি অংশে ব্যবহার ।
৪। WAITING FOR THE END
যে ধরনের : অল্টারনেটিভ রক , র্যাপ , রক
প্রযোজক : জো' হা'ন
যে দিন মুক্তিপ্রাপ্ত : ৮ই অক্টোবর , ২০১০ এমটিভি তে ।
ভিডিও টির সাফল্য :
ABOUT.COM তাদের ১৫টি গানের তালিকায় 'বেস্ট রক সং অফ ২০১০' এর স্বীকৃতি দেয় গানটিকে ।
ডাউনলোড লিন্ক : DVDRIP
YOUTUBE VERSION HD 1080P ;
ভিডিও তে যা দেখানো হয় :
পুরো ব্যান্ড দলটি অন্ধকারাচ্ছন্ন পরিবেশে উচ্চ প্রযুক্তির ডিজিটাল ইফেক্টের মাধ্যমে পারফর্ম করে । ইফেক্টের মাধ্যমে তাদের কিছুটা বিকৃত করেও দেখান হয় । ভিডিও টির আরেকটি বিশেষত্ব হচ্ছে , এটি মূলত তাদের আপকামিং অ্যলবাম (২০১০) A THOUSEND SUNS এর থিম উপস্হাপনের জন্যই তাদের ভিডিও টি করা ।
৫। LEAVE OUT ALL THE REST :
লিনকিন পার্কের কিছু স্লো গানের মাঝে এটি একটি । আমার খুবই পছন্দের একটি গান এটি ।
যে ধরনের : অল্টারনেটিভ রক
প্রযোজক : জো' হা'ন
যে দিন মুক্তিপ্রাপ্ত : ২রা জুন , ২০০৮
ভিডিও টির সাফল্য :
১।VH1 চ্যানেলে টপ টেন সং অফ দি উইকের স্বীকৃতি ।
২।আমেরিকান ড্রামা সিরিয়াল 'CSI' -তে প্রচার হয় গানটি ৬ই নভেম্বর ২০০৮ এ।
YOUTUBE VERSION HD 720P ;
ভিডিও তে যা দেখানো হয় :
পুরো ভিডিও টিতেই ভোকালিস্ট 'চেস্টার বেনিংটন' কে দেখান ছাড়াও
ভিডিও টি মূলত সায়েন্স ফিকশানের উপর ভিওি করে তৈরী হয় । তারা একটি গ্রহের উদ্দেশ্যে যাএা করে এবং ভিডিওর শেষের অংশে তাদের স্পেস শাট্ল গ্র্যাভিটি হারিয়ে পথ পরিবর্তন করে চলে যায় অন্য একটি গ্যালাক্সিতে । যেটা দেখতে অনেকটা সূর্যের মত ।
লিনকিন পার্কের আরও কিছু CREATIVE ভিডিও বর্তমানে আসছে এবং আসবে ভবিষ্যতে আশা করি । মূলত গানের লিরিক্স,সুর,গ্রাফিক্সের ব্যবহার এর ওপর ভিওি করে এই পাচটি ক্লাসিক ভিডিও আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে ।
আপনাদের পছন্দগুলোও আশা করি শেয়ার করবেন ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:৩০