মাদাগাস্কারের রাস্তায়
কাটিয়েছিলাম বিনিদ্র দিন
সারি সারি গরু ও ছাগল
ড্রাইভ করে যাচ্ছে ফেরারি বিএমডাব্লিউ
ড্রাইভিং তাদের তুলনাহীন।
শুনেছিলাম লটকন ফল
খেয়েই তাদের মষ্তিষ্ক সবল
চার চারটি পা দুর্বল
অথচ খেতে বেশি মজা পানিফল।
লিফট চেয়েছিলাম ,
সুদূরে যাব বলে
দাড়ি নেড়ে বলে ছাগল
উঠে পড়ুন,না হয় গেলাম চলে।
প্রশস্ত রাস্তায়
সারি সারি মানুষের পাল পার হয়ে যায়
জ্যামে পড়ে বিরক্ত ড্রাইভার ছাগল দাড়িতে হাত বুলায়।
'' আপনার দেশেও কি এমন জ্যাম''? জিজ্ঞেস করে ছাগল।
পাগল?
এলিভেটেড রেলওয়ে ফুঁড়ে যায় পাতাল
বিরক্ত গাঁজাখোর দেয় গালাগাল
কবি আফতাবের লাগে মাতাল
বাংলাদেশ হয়ে যাচ্ছে ডিজিটাল !!
''লাইসেন্স পেয়েছিলাম ওখানেই !!
চিন্তিত ড্রাইভার
লাইসেন্স দিয়েছিলো এক খান
কৃষক রমনী করে গরুর দুধ পান।
মনে পড়লো,
বাসায় গিয়ে দিতে হবে ছুরিতে শান।
গন্তব্যে নেমে কবি আফতাব হোসেন
বিল দিতে গিয়ে ভাবেন,
লাইসেন্স পেলে মন্দ হয় না
মোগাদিসু থেকে চায়না
সবখানেই রুট পারমিট খুলে
ক্যালসিয়ামের অভাব ভুলে
ড্রাইভার হবেন।
দেশে এসে এখনো কবির মনে
লটকনের জন্য হাহাকার,
আর ড্রাইভার
হবার জন্য দরকার
শুধু একটা লাইসেন্স
নাকে এখনো সেই ছাগলটার ফ্র্যাগারেন্স।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ৮:৫৪