নির্বাক কথোপকথন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার কি কোনো কথা ছিলো?
অপ্রকাশিত কোনো কথা।
অন্তরের অন্তস্থলে রাতের আঁধারে
কে যেন নাড়ে কড়া দরজায়;
ভয় পেয়ে আমি সিটিয়ে যাই,
দরজা খোলার সাহস হারাই।
খুললেই সে ভেতরে ঢুকে
তছনছ করে ছাড়বে সবই,
একি আমার যন্ত্রণারই
এক দুর্বিষহ প্রতিচ্ছবি!
কথা আমার অব্যক্তই রয়ে গেলো ৷৷
আমার কি কোনো কল্পনা ছিলো?
হৃদয়ের গহীন অরণ্যে।
এই দীর্ঘ কর্মবিহীন
মোর পূর্ণ অবকাশে,
হাসির দমকা আওয়াজ
ছুটে বসন্তের বাতাসে।
জানালার পাশে বসে আমি
ভীরু দীর্ঘশ্বাসের শব্দ পাই,
কঠিন সেই বাস্তবতার সামনে
আবার আমি এসে দাঁড়াই।
কল্পনা আমার ভেস্তে গেলো ৷৷
আমার কি কোনো ইচ্ছা ছিলো?
সুপ্ত কোনো ইচ্ছা।
নদীর তীরে একলা বসে
পাড় ভাঙ্গার শব্দ পাই,
মরুভূমির তপ্ত বুকে
চলছি আমি একা একাই।
ধরণীর বুক চিরে
আসে বক্ষফাটা ক্রন্দন,
অনুভব করি অন্তস্থলে
তপ্ত শিখার স্পন্দন।
ইচ্ছা আমার অপূর্ণই রয়ে গেলো ৷৷
আমার কি কোনো দুঃখ ছিলো?
গভীর কোনো দুঃখ।
দুখের সাগর পাড়ি দিতে
পারেই বলো ক’জনা,
সুখ আমায় ধিক্কার দেয়
তাই সহ্য হয় না।
দুঃখে যাদের জীবন গড়া
তাদের আবার দুঃখ কিসের!
সুখ তুমি কি মরীচিকা?
বেদনা যেমন বিষের।
দুঃখ আমার ঘুচলো না ৷৷
আমার কি কোনো গন্তব্য ছিলো?
সোনালী কোনো গন্তব্য।
দৃঢ়চিত্তে এগিয়ে যাই,
কড়াঘাত করি দ্বারে;
মরীচিকা বলে এগিয়ে যাও –
গন্তব্য তোমার ওপারে।
এগিয়ে যাওয়ার পথ রুদ্ধ
করে কম্পিত পিছুটান,
তারই হাত ধরে এগিয়ে
আসে মৃত্যুর আহবান।
গন্তব্য আমার অজানাই থেকে গেলো ৷৷
© অদ্রি অপূর্ব
৭টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান।
ফখরুল সাহেব দেশটাকে বাঁচান। আমরা দিন দিন কোথায় যাচ্ছি কিছু বুঝে উঠতে পারছি না। আপনার দলের লোকজন চাঁদাবাজি-দখলবাজি নিয়ে তো মহাব্যস্ত! সে পুরাতন কথা। কিন্তু নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। প্রধান উপদেষ্টাকে সাবেক মন্ত্রীর স্ত্রীর খোলা চিঠি!
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মুক্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি দিয়েছেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯... ...বাকিটুকু পড়ুন
কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী
ফিতনার এই জামানায়,
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
দ্বীনদার জীবন সঙ্গিনী খুব প্রয়োজন ..! (পর্ব- ৭৭)
সময়টা যাচ্ছে বেশ কঠিন, নানান রকম ফেতনার জালে ছেয়ে আছে পুরো পৃথিবী। এমন পরিস্থিতিতে নিজেকে গুনাহ মুক্ত রাখা অনেকটাই হাত... ...বাকিটুকু পড়ুন
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন