somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

তপ্ত চাঁদের আলোয় পুড়ি / হয়ে সুখের অসুখে বিদ্ধ, / তীব্র আলোয় আঁধার খুঁজি / যেথা সকল কষ্ট নিষিদ্ধ।

আমার পরিসংখ্যান

অদ্রি অপূর্ব
quote icon
।। কবি নয়, অ-কবি ।। ।। প্রকাশিত কাব্যগ্রন্থ : কষ্ট নিষিদ্ধ ।। ।। প্রথম প্রকাশ : অমর একুশে গ্রন্থমেলা ২০১১ ।। ।। প্রকাশনী : সাহিত্যদেশ ।।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ইচ্ছেঘুড়ির শব্দজট

লিখেছেন অদ্রি অপূর্ব, ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৯

বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।

একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি চলে তোমার খোঁজ,
ভুল জীবনের মধ্যরাতে স্বপ্নাহত হচ্ছি রোজ।
আহত ভোর, আহত মোর ইচ্ছেঘুড়ির শব্দজট -
আহত নদীর ঘোর জোয়ার ভাসায় দূর খেয়ালী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

অনিশ্চয়তায় এবং প্রেমে

লিখেছেন অদ্রি অপূর্ব, ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৯

আমি অসংখ্যবার মেতেছি শব্দ ভাংচুরের খেলায়,
চোখের সামনে জীবন্ত স্বপ্নিল স্বপ্নকে
খুন হতে যেতে দেখেছি নিঃসঙ্গ নির্জনতায়।
অস্বাভাবিক রক্তক্ষরণে নীল হয়ে যাওয়া শরীরে
অমীমাংসিত দুর্যোগের রাত কাটিয়েছি দ্বিধাহীন -
তবু একফোঁটা আর্তনাদও জমেনি এ বুকে।

পকেটভর্তি সুখ নিয়ে ছুটে গিয়েছি চাঁদের কার্নিশ ধরে,
উড়ে বেড়িয়েছি বিস্তৃত ছায়াপথে,
যেতে যেতে পৌঁছে গিয়েছি সুখের চূড়ান্ত শেষ সীমানায়-
তবু এতোটুকুও উল্লাসিত হইনি... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৮৬ বার পঠিত     like!

আছি

লিখেছেন অদ্রি অপূর্ব, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪

আছি -
তোমার সকালবেলার চায়ের কাপে,
মনের সিড়ির প্রতি ধাপে ধাপে,
আলো আঁধারের সন্ধিক্ষণে জেগে আছি।

আছি -
তোমার সকল খেয়ালে বেখেয়ালে,
ভেতর বাহিরের তাবৎ দোলাচলে,
ভুল শুদ্ধের মাঝখানে ঠিক আছি।

আছি -
তোমার প্রিয় অপ্রিয় স্মৃতির মায়ায়,
প্রতি পদক্ষেপের ছায়ায় কায়ায়,
মুদ্রার এপিঠে ওপিঠেও আমি আছি।

আছি -
তোমার অস্তিত্বের সর্বস্ব জুড়ে,
তৃতীয় বন্ধনীর ভেতরের প্রতি স্তরে,
সত্যি মিথ্যে দুটিতেই মিশে আছি। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

একটা শব্দের খোঁজে

লিখেছেন অদ্রি অপূর্ব, ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৭

একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,
একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।

এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান
সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে।
এ মন কখনো আনমনে খুঁজে যায়, কখনোবা বিষণ্ণতায়
একটা শব্দ খোঁজে তোমাকে বলবে বলে...

কখনো কখনো রক্তের উৎসব খেলে যায় বুকের উঠানে।
রক্তপাতের স্বপ্ন নিয়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!

তোমাকে কী ভীষণভাবে চাই তা ভালোবাসা জানে

লিখেছেন অদ্রি অপূর্ব, ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৮





বুকের ভেতর ক্ষতের বুনন নিয়ে চলছি একাই

তবুও দীর্ঘশ্বাস আর আসে না আমার।

শুধু অনাবৃত শোকের বুনো গন্ধে

কি এক নিঃসঙ্গ ব্যথায় কেঁপে কেঁপে উঠি রাত্রে। ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     like!

ইদানীং জীবনযাপন

লিখেছেন অদ্রি অপূর্ব, ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩





সিগারেটের মতো জ্বলছি আমি –

একেকবার নিমজ্জিত হই ধূসর অন্ধকারের ঘরে।

আবার একেক টানে জ্বলে উঠি তীব্র জ্বালায়,

উন্মত্ত ক্রোধে, অনেক দুঃখে, বহু বেদনায়, ভালোবাসায়। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

ঐশী নামের মেয়েটি এবং একটি সুইসাইডাল নোট

লিখেছেন অদ্রি অপূর্ব, ২২ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩





ঐশী প্রথমে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় এবং সে উদ্দেশ্যে একটি সুইসাইডাল নোটও লিখেছিলো যে নোটে উঠে এসেছে তার মনের একান্ত গোপন কিছু কথা। নোটটি যদিও কাউকে উদ্দেশ্য করে লিখা হয়নি, তারপরও পড়ার পর মনে হয়েছিলো সেটি যেন আমাকেই উদ্দেশ্য করে লিখা। আপনি যখন কোনো পোর্ট্রেটের দিকে তাকান তখন আপনার যেমন মনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯৯ বার পঠিত     like!

নির্বাক কথোপকথন

লিখেছেন অদ্রি অপূর্ব, ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ৯:৪২





আমার কি কোনো কথা ছিলো?

অপ্রকাশিত কোনো কথা।



অন্তরের অন্তস্থলে রাতের আঁধারে

কে যেন নাড়ে কড়া দরজায়; ... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

আত্মান্বেষণ

লিখেছেন অদ্রি অপূর্ব, ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:০০





আজও কতো কি যে বুঝিনি,

কতো কি যে শিখিনি।



শয্যা পেতেছি কুয়াশার করিডোরে,

জীবন ঠেলেছি অতীতেরও দূরে; ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

একটা শব্দের খোঁজে

লিখেছেন অদ্রি অপূর্ব, ১৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১





একটা শব্দের খোঁজেই কেটে যাচ্ছে দিনগুলো,

একটা শব্দের খোঁজেই যেন এ জীবনযাপন।



এতো গোলাপের লাশ, এতো ধ্বংসের শ্মশান

সব পেরিয়ে এগিয়ে চলেছি একটা শব্দের খোঁজে। ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

আমি তোমার কে হই বলো

লিখেছেন অদ্রি অপূর্ব, ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

হে মানবী আজকে তুমি শুধু একবার এসো ফিরে –

কি সুখে আছি দেখে যাও এই ব্যস্ত জীবন ঘিরে।

চাইলে তুমি শুনতে পারো তুমিহীনা জীবন ইতিহাস,

তার বদলে নাইবা দিলে তোমার একটি দীর্ঘশ্বাস।

কষ্টের কি সাধ্য আছে বলো ঝরাবে আমার কান্না,

আর চাইনা আমি তোমার মিথ্যে কোনো সান্ত্বনা।

আজও চাইলে তুমি নিতে পারো আমার দেয়া নাম, ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪১২ বার পঠিত     like!

দুঃখগাঁথা

লিখেছেন অদ্রি অপূর্ব, ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৬





একটা সময় অনেক চেয়েছি একটুখানি কষ্ট নিতে

সুখের মাঝে আষ্টেপৃষ্ঠে ঠিক যখনই ছিলাম বাঁধা।

যেচে যেচে একলা একা কষ্ট নিতাম,

একা একাই তোমায় ভেবে কষ্ট পেতাম।

কতো সুখে যে কতো দুঃখ করেছি চুরি ... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     like!

কোন খেয়ালে

লিখেছেন অদ্রি অপূর্ব, ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:০০

আমার স্মৃতি হয়ে যাওয়া অস্থিরতার সুতীক্ষ্ণ চিৎকারে

অবশ অনুভূতির বর্তমান আজ মুখ থুবড়ে পড়ে।



অস্থিরতা ফিরেছে আবার, ভিড়েছে গহীন মনের কূলে;

কে জানে হায় কার ইশারায় এই ফেরা সদলবলে।



ফিরিয়ে দিয়েছো অতীত তাই টলোমল করছে ভবিষ্যৎ, ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

ভালোবাসার স্পর্শ নিতে

লিখেছেন অদ্রি অপূর্ব, ২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

গোলপুকুর পাড়ের রাস্তা ধরে হেঁটে চলেছি –

একা আমি হাঁটছি তো হাঁটছি,

মনে হচ্ছে অনন্তকাল ধরে চলছি হেঁটে

রাস্তা তবুও শেষ হবার নয়।



অথচ একসময় মনে হতো –

কিভাবে এতো তাড়াতাড়ি পেরিয়ে এলাম ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!

চে, তোমাকে...

লিখেছেন অদ্রি অপূর্ব, ১৬ ই জুন, ২০১৩ রাত ৯:১৯





বলিভিয়ার জঙ্গলের নিদারুণ লণ্ডভণ্ড ল্যান্ডস্কেপ,

হাভানা চুরুটের খসে পড়া কিছু ছাই,

নতুন একটি ভোরের অপেক্ষায় থাকা সূর্য

গা ঢাকা দিয়ে আছে কোনো বিপ্লবীর মতো দুর্নিবার প্রত্যাশায় –

এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে আমার স্বপ্নকাঠের টেবিলে। ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫২২৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ