ইচ্ছেঘুড়ির শব্দজট
বন্দী রাতে একলা স্মৃতি দেয়াল জুড়ে করছে ভীড়,
অষ্টপ্রহর দৃষ্টি কাড়ে ফেলে আসা নষ্টনীড়।
একলা বাতাস, একলা সময় যাচ্ছে ছুঁয়ে শূন্য হাত -
একলা আমার নির্বাসনে ভুল সময়ের বৃষ্টিপাত।
ভুল বাগানে ভুল স্লোগানে করছি চলে তোমার খোঁজ,
ভুল জীবনের মধ্যরাতে স্বপ্নাহত হচ্ছি রোজ।
আহত ভোর, আহত মোর ইচ্ছেঘুড়ির শব্দজট -
আহত নদীর ঘোর জোয়ার ভাসায় দূর খেয়ালী... বাকিটুকু পড়ুন