আজও কতো কি যে বুঝিনি,
কতো কি যে শিখিনি।
শয্যা পেতেছি কুয়াশার করিডোরে,
জীবন ঠেলেছি অতীতেরও দূরে;
অদ্ভুত এই মনটা কি চায়
বুঝতে আজও পারিনি তো হায় –
আমার সত্যি জানা বাকি,
আমার দুঃখ পাওয়া বাকি;
অবিরাম সেই চেষ্টায় থাকি,
আমি সেই চেষ্টাতে থাকি।
আজও কতো কি যে দেখিনি,
কতো কি যে শুনিনি।
ঘুরতে থাকি নগরীর পথে পথে
তপ্ত আলোয়, স্নিগ্ধ রাতে;
শুনতে আমি ফিরে ফিরে আসি
বহুকাঙ্ক্ষিত সে শব্দরাশি –
আমার তোমায় পাওয়া বাকি,
সুখের দেখা পাওয়া বাকি;
ভাবনার ক্যানভাসে সুখ আঁকি,
আমি সুখের ছবি আঁকি।
ভালোবাসার শিরায় শিরায়
তোমায় রাঙ্গাই নানা রঙে,
গড়তে পারার অক্ষমতায়
পরক্ষণে যায় সে ভেঙ্গে।
আমার সত্যি জানা বাকি,
আমার তোমায় পাওয়া বাকি।
আমার এ জীবনে জড়াতে তোমায়
নিজেকে বুঝতেই ঝরে গ্লানি,
যখন তখন অকারণ নিস্তব্ধতায়
আলোয় আঁধারে স্বপ্ন আনি –
আমার আমি অবাক করে আমায়,
তোমাকেও করে জানি।
© অদ্রি অপূর্ব