হে মানবী আজকে তুমি শুধু একবার এসো ফিরে –
কি সুখে আছি দেখে যাও এই ব্যস্ত জীবন ঘিরে।
চাইলে তুমি শুনতে পারো তুমিহীনা জীবন ইতিহাস,
তার বদলে নাইবা দিলে তোমার একটি দীর্ঘশ্বাস।
কষ্টের কি সাধ্য আছে বলো ঝরাবে আমার কান্না,
আর চাইনা আমি তোমার মিথ্যে কোনো সান্ত্বনা।
আজও চাইলে তুমি নিতে পারো আমার দেয়া নাম,
আর তার বদলে নাইবা দিলে ভালোবাসার দাম।
নয়তো ভুলেই যেও তোমার-আমার সকল স্মৃতি
অবসরে যা তোমার মনে ভাবনা ছড়ায় যথারীতি;
দুমড়ে মুচড়ে ভাসিয়ে দিয়ো ভালোবাসার ভেলা –
ঘৃণা করলে করতে পারো, কোরো না অবহেলা।
চলতে শিখেছি একা, দুঃখ করতে শিখেছি জয়;
সকল কিছুই সইতে পারি, শুধু অবহেলা নয়।
বাকী সবার ক্ষেত্রে কিছুই যায় আসে না জানি,
আপনজনের অবহেলাতেই ব্যথিত হই একটুখানি।
কবিতা ব্যথা ভোলাতে চায়, শুধাতে বলে তোমাকে –
“আমি তোমার কে হই বলো, তুমি আমার কে?”
© অদ্রি অপূর্ব