উৎসর্গঃ মাসুম ভাইয়া। উনি না হেল্প করলে এগুলো দেখা হত না এত জলদি। ধন্যবাদ ভাইয়া

মুভি নিয়ে অল্প-বিস্তর ঘাটাঘাটি করার অভ্যেস থাকলে স্করসিসে'র সম্পর্কে শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বিখ্যাত পরিচালকদের লিস্টি বানানো হলে উনি অবশ্যই থাকবেন। যারাই উনার মুভি দেখেছেন তারাই একবাক্যে স্বীকার করবেন যে হেল অফ আ ডিরেক্টর উনি। আমিও ব্যতিক্রম কিছুনা, একেতো নবীন মুভিপ্রেমিক আমি তার উপরে আবার মুভির প্লট এর বাইরে তেমন কিছুই জানি না। তাই আমার কেন স্করসিসে কে ভাল লাগে সেটার উত্তর আমি এই পয়েন্ট থেকেই দিতে পারব শুধু।
উনার একেবারে আলাদা দিক বলে আমার কাছে যেটা মনে হয়, উনি একেবারে রিয়েলিস্টিক মুভি তৈরী করেন। ছেলেবেলায় উনি কিচেন টেবিলে বসে বাবা, চাচার সাথে মুভি দেখতেন, উনাদের আলোচনা শুনতেন। একটা পয়েন্ট এ এসে বাবা, চাচা এটা বলতেন যে মুভি রিয়েল লাইফ এ হয় না, এটা সম্পুর্ন ফিকশন। সেই তখন থেকেই উনার দৃঢ় প্রতিজ্ঞ প্যাশন যে, মুভি আমি বানাবো; রিয়েল লাইফে যা হয় তা নিয়েই বানাবো।___ আর সেই প্রতিজ্ঞার ফসলই আমি এখন দেখতে পায় প্রায় সবগুলো মুভিতেই। রিয়েল লাইফ নিয়ে আরো অনেকেই অনেক খ্যাত মুভি করেছেন কিন্তু আমার কাছে স্করসিসের মতন টাচ করে যাওয়া মুভি অন্য কিছু তেমন মনে হয় নি। অন্যান্য ক্যাটাগরিতে যেসব মুভি করেছেন উনি ভাল লাগে সেগুলোও। ভাল লাগে স্যার আপনাকে, অনেক বেশী ভাল লাগে, স্যালুট, আপনি না আসলে এমন একটা অধ্যায় আমার জানা হত না। আমিও বা হয়ত বাবা, চাচার মতন বলতাম মুভি? ও তো ফিকশন। মুভি যে নিত্যজীবনের ঘটে যাওয়া বেপার নিয়ে করা একটা দীর্ঘ পোর্ট্রে বা শিল্প সে ধারনা বিল্ড-আপ করার জন্য আপনার অবদানটা বেশ গুরুত্বপূর্ন স্যার।
আমি এখানে উনার করা, আমার দেখা কিছু মুভির ডাউনলোড লিঙ্ক দিতে চাচ্ছি। সময় করে আস্তে আস্তে মুভিগুলো নিয়ে আমার অনুভূতি শেয়ারও করব পরবর্তিতে। নিচের লিস্ট-টা রটেন পারসেন্টেজের ডিসেন্ডিং অর্ডার করে করা হয়েছে :/
১. Mean Streets (1973) - ৯৮%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 720p 800MB
২. Taxi driver (1976) - ৯৮%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 800MB
৩. Raging Bull (1980) - ৯৮%
Rotten // IMDB
DoWnlOad => BRrip 720p 861MB
৪. Goodfellas (1990) - ৯৭%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 700MB
৫. Alice Doesn't Live Here Anymore (1974) - ৯৫%
Rotten // IMDB
DoWnlOad: DVDRip 300mb/700MB
৬. Hugo (2011)- ৯৪%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 750mb
৭.The Departed (2006) - ৯৩%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 750mb
৮. The King of Comedy (1983)- ৯৩%
Rotten // IMDB
DoWnlOad => DVDRIP X264 400MB/1.39GB
৯. The Color of Money (1986) - ৯১%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 600mb
১০. After Hours (1985)- ৮৯%
Rotten // IMDB
DoWnlOad => DVDRip 700MB
১১. The Aviator (2004) - ৮৭%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 650MB
১২. The Last Temptation of Christ (1988) - ৮৩%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 1.15GB
১৩. The Age of Innocence (1993)- ৮২%
Rotten // IMDB
DoWnlOad => DVDRip 1.36MB
১৪. Casino (1995) - ৮০%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 1.1GB
১৫. Kundun (1997) - ৭৬%
Rotten // IMDB
DoWnlOad => DVDRip 686MB
১৬. Cape fear (1991)- ৭৬%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 650MB
১৭. Gangs of New York (2002)- ৭৫%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 800MB
১৮. Shutter Island (2010) - ৬৯%
Rotten // IMDB
DoWnlOad => BRRip 600mb
১৯. New york, New york (1977) - ৬৭%
Rotten // IMDB
DoWnlOad => H264 1.49GB
# টিপসঃ
১। ফাইলফ্যাক্টরি[Filefactory]-এর লিঙ্ক থেকে প্রিমিয়াম[রিজিউম সুবিধা] ডাউনলোড করার জন্য =>
http://www.filefactory.com/ __ এই লিঙ্কে যান প্রথমে। এরপরে নিচে দেওয়া ইউজার আইডি ও পাস দিয়ে লগ ইন করে নিন। এরপরে ডাউনলোড লিঙ্কে ক্লিক দেন

Filefactory Premium Accounts =>
User: liveacteam09@gmail.com
Pass: http://www.liveac.blogspot.com
২। র্যাপিডশেয়ারের কিছু ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে সেগুলোর প্রিমিয়াম ডাউনলোড এর জন্য লিচ করে নিতে হবে, লিচের প্রক্রিয়াটা লিঙ্কের সাথে দেওয়া আছে চেক করলেই হবে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫০