মূল পোস্ট ওয়ার্ডপ্রেসে বা দি ডেইলি স্টারে ।
মাইনরিটি রিপোর্ট: মূলধারার ভাবনার সাথে দ্বিমত প্রকাশকারী দল বা গোষ্ঠীর চিন্তাধারা / বিশ্লেষন / নথি।
এ বছর, ট্রেভর অ্যারনসন নামে এক মার্কিনী লেখক একটি বই লিখেছেন। তাতে তিনি আতংকবাদী বা টেররিস্ট সন্দেহে আটক ৫০০-রও অধিক ব্যক্তিকে নিয়ে নিরীক্ষা চালিয়ে দাবি করেছেন: এফ.বি.আই. এর কুখ্যাত 'স্টিং অপারেশন' এ জেলে যাওয়াদের মধ্যে - মাত্র ১% সত্যিকার টেররিস্ট।
তাহলে বাকিরা কারা? বাকিরা স্টিং অপারেশনে ফেঁসে যাওয়া উগ্রবাদী তবে পাতি কর্মী। তাদের নিজেদের কোন ধরনের আক্রমন পরিকল্পনা বা পরিচালনা করার ক্ষমতাই ছিল না। উপায় না দেখে এফ.বি.আই. যে স্ট্র্যাটেজি নেয় তার নাম হলো 'ক্রিয়েট অ্যান্ড ক্যাপচার'।
এই স্ট্র্যাটেজিতে এফ.বি.আই. মুসলিম মহল্লায় আর মসজিদে পাঠায় গুপ্তচর (এরাও মুসলিম, তবে কোন ভাবে ফেঁসে যাওয়া)। এই ইনফরমাররা খুঁজে বের করেন একজন 'বকরা'।
সেই বকরা-কে নকল পরিচয়পত্র আর বোমা দেয় এফ.বি.আই নিজেই। টারগেটও ঠিক করে দেয়। এরপর বকরা সেই নকল বোমার বোতাম চাপলেই তাকে ফটাফট গ্রেফতার করে ফেলা হয়। খেরোখাতায় যোগ হয় আরো একজন টেররিস্ট।
বাকি পোস্ট ওয়ার্ডপ্রেসে