জীবনের চাওয়াগুলো করছে ধাওয়া,
নেকড়ে বাঘের মত, শিহরিত হই অবিরাম,
কখন বা আকড়ে ধরে।
অতৃপ্ত আমি, ধেয়ে আসে পাগলা হাওয়া,
ভুলে যাই আমি,অন্য মানুষ ছিলাম,
অনুগত ছিলাম ঈশ্বরে।
জীবনের জয়গান সেত জীবনেই শেষ,
জীবনকে ছুতে হয়ে যাই মৃত,
এ অন্য জীবনের জয়গান,
যেখানে জীবন হয় নিঃশ্বেষ,
যেখা্নে প্রানরস হয় নিসৃত,
যেখানে বাস্তবতা কেড়ে নেয় প্রাণ।
আমি চাই গান গাইতে,
সেই জীবনের জয়গান,
যেখানে থাকবে না কোন অতৃপ্তধ্বনি,
প্রাণ হবে তৃপ্ত, হাসবে হৃদয় সানাইতে,
থাকবে না চাওয়া, কাঁদবে না প্রাণ,
আগলে রাখবে এই ধরণী।