HJSplit নিয়ে সামুতে অনেকেই বিস্তারিত জানতে চায়। যেহেতু এটি খুবই জনপ্রিয় একটি সফটওয়্যার এবং অধিকাংশ আপলোডারই এটি ব্যবহার করে থাকেন ফাইলকে বিভিন্ন খণ্ডে ভাগ করে আপলোড করতে,তাই আমরা যারা ছোট সাইজের মুভি ডাউনলোড করি তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয়। HJSplit নিয়ে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হল।
প্রথমেই ডাউনলোড করুন HJSplit ।
HJSplit open করে 'join' বাটনে ক্লিক করুন। নিচের মতো একটি স্ক্রিন দেখতে পাবেন।
ফাইল একত্রিত করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১.প্রথমে নিশ্চিত হয়ে নিন যে একটি নির্দিষ্ট মুভির সবগুলো ফাইল(.001,.002,.003 ইত্যাদি) একটি নির্দিষ্ট ফোল্ডারে আছে
২.উপরের ছবির মত 'input' বাটনে ক্লিক করুন। নিচের ছবির মতো ১টি ডায়লগ বক্স ওপেন হবে।
৩.এখানে যে ফাইলটি জয়েন করতে চান(.001 extension সহ) তাতে ক্লিক করুন। বাকি ফাইলগুলো শো না করলেও সেগুলো আপনাতেই চলে আসবে।
৪.'open' select করবার পর ডায়লগ বক্সে ফাইলটির নাম চলে আসবে।দেখুন-
৫.'output' বাটনে ক্লিক করে অন্য কোন ফোল্ডার ইচ্ছে হলে select করে দিতে পারেন। এবার 'start' বাটনে ক্লিক করুন। একটি progressbar আসবে যাতে লেখা থাকবে 'working'।
৬.এখন একই বা আপনার পছন্দকৃত ফোল্ডারে জয়েন করা ফাইলটি চলে আসবে।
সেরা ৫টি সিকিউরিটি স্যুট। বেছে নিন আপনারটা।