কোন একটা ম্যাগাজিনে যেন পড়েছিলাম-অনেকে ভাবেন ইন্টারনেট বুঝি ভাইরাসে ভর্তি। আসলে তা না!!! কিন্তু আমি ব্যবহার করতে গিয়ে উল্টোটাই দেখলাম। অবশ্য এর একটা কারণ হতে পারে আমি প্রচুর ডাউনলোডাই

প্রথমেই বলে নিই এগুলো কোনটাই আমার আপলোড না। আমার আপলোড স্পিড মাত্র 60 KbPS। নইলে আমার মিডিয়াফায়ারেআপলোড করতে কোনই আপত্তি ছিল না। কাউকে সাহায্য করতে পারলে সবসময়ই খুব ভালো লাগে


নিচ হতে বেছে নিন আপনার জন্য স্যুটেবল সিকিউরিটি স্যুট।
১.Kaspersky Internet Security 2011:
সাংঘাতিক স্টেবল। আমার দেখা সেরা সিকিউরিটি স্যুট। সমস্যা একটাই, আপডেট করলে key block করে দেয়। আর anti-spam মাতবরি করে অনেক ভাল সাইটও আটকে দেয়। অবশ্য সিকিউরিটি সেটিং হাই করে দিলেই সাধারণত এই সমস্যা বেশি দেখা দেয়। key আ্যড করবার আগে অবশ্যই ইন্টারনেট ডিসকানেক্ট করে দেবেন।
বুঝবার সুবিধার জন্য এখানে KIS 2009 এর একটি প্রিভিউ দেয়া হল।
KEY সহ মূল সফটওয়্যার ডাউনলোডান এখান হতে
২.Eset Smart Security 4.2.40.0:
খুবই কম রিসোর্স ইউজায়। ব্যবহার করাও খুব সহজ। এখানে যে লিংকটি দেয়া হল সেটি precracked এবং 100% updatable। তাই চুটিয়ে ইন্টারনেট ইউজানো শুরু করেন। আপনার আর চিন্তা নাই

ডাউনলোড করুন এখান হতে।
৩.G Data Internet Security 2011:
সম্ভবত বর্তমানের সবচেয়ে সেরা সিকিউরিটি স্যুট। এটি ২টি ভাইরাস এন্জিন ইউজায়-বিটডিফেন্ডার এবং আভাস্ট। scan speed অত্যন্ত দ্রুত। বহুদিন ধরে মামার বাড়ি বানিয়ে বসে থাকা ভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকরী। এটির অন্যতম মাইনাস পয়েন্ট এর ফাইল সাইজ বিশাল(২৭০ MB)। যাদের আযাইরা ডাউনলোড স্পিড আছে তারাই নামান।
ডাউনলোডান সফটওয়্যার
ডাউনলোডান সিরিয়াল কী
৪.Bitdefender Internet Security:
আরেকটি ভাল সিকিউরিটি স্যুট। ইন্টারফেসটি আগের চেয়ে একটু কঠিন। তবুও ব্যবহার করতে ভালই লাগবে

সফটওয়্যার ডাউনলোড
সিরিয়াল কী
৫.Norton Internet Security ২০১১(৩৬৬ দিনের লাইসেন্স সহ

এর সম্পর্কে বেশি কিছু বলবার নেই। অনেক কাজের এবং সিপিইউ এর উপর চাপও কম দেয়। তবে বেশি খবরদারি করতে গিয়ে নেট স্পিড স্লো করে দেয়। সুন্দর ইন্টারফেস।
Patch সহ মূল সফটওয়্যার ডাউনলোড করুন
ভাল লাগলে প্লাস বাটনের উপর চাপ দিয়েন

যে কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন। যেহেতু এখানে বেশ কিছু রেপিডশেয়ার এবং হটফাইল লিংক আছে তাই প্রিমিয়াম লিংক জেনারেটর ব্যবহার করুন। লিংক জেনারেট করা কত সোজা দেখলে অবাক হয়ে যাবেন ! মাঝে মাঝে দেখাতে পারে 'server high load' সেক্ষেত্রে লিংক জেনারেট করবার বক্সটি না আসা পর্যন্ত পেজটি কয়েকবার রিলোড করুন
২০টি মুভির মিডিয়াফায়ার লিংক(৩০০-৬০০ মে.বা.)
সঙ্গীসাথি পশু-পাখি



সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৪:৫০