
তিনি লেখালিখি তেমন পারেন-টারেন না তবে হুদাই ম্যালা ভাব নেন।

ইচ্ছে করে সব কঠিন করে লেখেন যাতে সবাই একবার পড়েই এক্কেবারে পপাত ধরণীতল হয়ে যায়।

মাঝেমাঝে পরী-টরী নিয়ে লম্বা লম্বা ছড়া লেখেন যাতে করে পরীকূল দয়া পরবশ হয়ে ওনার জন্য এগিয়ে আসে। :#>
আগে মুভি নিয়ে বা গান নিয়ে লিখতেন কিন্তু এখন ওগুলো নিয়ে লেখার চেয়ে ব্লগে ছোট্ট দুষ্টুদের মত টুকটুক করে হামাগুড়ি দিয়ে বেড়াতেই তিনি বেশি মজা পান।

জন্মদিন এলেই তিনি চরমভাবে শরমিত হয়ে ব্লগ থেকে পলায়ন করেন, বোধহয় আজকেও তাই করেছেন (ওরে পাগলা কই গেলি রে! সবাই এসে উইশ করে যাচ্ছে, দেখে যা!)
শুভ জন্মদিন তোকে। ভালো থাক, হাসিমুখে থাক সবসময়। তোকে ছাড়া ভেবুর ব্লগ লাইফ এত মিনিংফুল হতো না কখনও।

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২৫