'শুরু করছি সর্বোচ্চো তত্বজ্ঞানী এক 'মহা সত্তা'র নামে'
১: সমস্ত প্রসংশা সেই মহা সত্তার যা স্থান,কাল, এবং সময়ের ঊর্ধ্বে যা চিরঞ্জীব ও ‘মহা সমন্বয়কারী’।
২: সমস্ত প্রসংশা সেই সত্তার,যা নিরাকার,মহিয়ান ও গড়িয়ান।
৩: সমস্ত প্রসংশা সেই সত্তার,যা যাবতীয় পরীক্ষণের ঊর্ধ্বে।
৪: সমস্ত প্রসংশা সেই মহা সত্তার যা সর্বোচ্চো তত্বজ্ঞানী।
৫: স্মরণ করছি সেই চরম মুহুর্তের যে মুহুর্তে মানুষ এক অজানা, অজ্ঞাত বিষয় অনুভব করে।
৬: আমি আরও স্মরণ করছি সেই সময়ের যখন কিছুই ছিল না।
৭: আমি অনূভব করার চেষ্টা করছি সেই পরম শুন্যতার যখন শুন্যতাও ছিল না।
৮: আমি আরও অনূভব করার চেষ্টা করছি সেই মূহুর্তের যখন প্রকাশ ঘটল এক মহা শক্তির।
৯: শপথ সেই মহা শক্তির যা ঘটাল এক মহা বিস্ফোরণ আর উম্মেষ ঘটাল সকল প্রাণের।ধীরে ধীরে, ধাপে ধাপে, ও নিদ্রিষ্ট শৃংখলের মাধ্যমে।
১০: শপথ সেই পরম মহুর্তের যে মহুর্ত সম্পর্কে মানব জাতি কিছুই জানে না।
১১: পড়ুন, হে অজানা প্রকৃত অর্থে আমরা তো কিছুই জানি না। হে অচেনা, আমরা তোমাকে চিনি না। হে অদেখা আমরা তোমাকে দেখি নাই। আর আমরা তারই কাছে আশ্রয় প্রার্থনা করি যিনি মহিয়ান ও গড়িয়ান।
১২: আমরা তো তোমার নামে শুধু মিথ্যাই রচনা করি। যুগে যুগে তোমার নামে শুধু মিথ্যাই রচনা হয়েছে।আমরা তোমার নামে দেখেছি শুধু সীমাহীন মূর্খতা, অন্ধত্বতা আর মিথ্যা। মিথ্যার কাছ থেকে আমাদের দূরে রাখুন আর সত্যের দিকে ধ্বাবিত করুন।
১৩: হে অজানা আমাদের মুক্ত করুন সেই সব প্রভাবশালীদের বলয় থেকে যারা মিথ্যার মাধ্যমে প্রভাবশালী হয়েছে।
১৪: আমাদের সঠিক ও সত্যের পথ দেখান, অবশ্যই অন্ধদের পথ নয়, যারা মিথ্যা আকড়ে ধরে সৎ পথের দাবি করে।
১৫: আমাদের সেই পথ দেখান যা সত্যের দিকে ধাবিত হয় এবং যা অন্ধকারে নিম্মজীত নয়।
১৬: আমাদের তাদের কাতারে একত্রিত করুন সেই সব জ্ঞান পিপাসীদের কাতারে যারা সত্য জানাতে চায় এবং মিথ্যা থেকে মুক্ত হয়।
১৭: আমরা পানাহ চাই ওই সব গুহাবাসীদের অন্ধকার আর সীমাহীন মূর্খতা থেকে, যাদের কাছে পৃথিবী এখনও স্থির। আর তারা জ্ঞান অর্জন করে মানুষ্য রচিত একটি নির্দ্রীষ্ট গ্রন্থ থেকে।
১৮: আমরা পানাহ চাই ওই সব গুহাবাসীদের অন্ধকার আর সীমাহীন মুর্খতা থেকে, যারা স্রষ্টার নামে মিথ্যা রচনা করে আর অবাস্তব আজগুবী বিষয় বিশ্বাস করে যে বিষয় সম্পর্কে তারা কিছুই জানে না।
১৯: যারা লোকালয়ে দিক নির্ণয় নিয়ে তর্ক করে সেই সব অজ্ঞানীদের কাছ থেকে আমাদের দূরে রাখুন। আমাদের জ্বলন্ত আগুনে নিক্ষেপীত করুন তবুও পথভ্রষ্টদের কাতাদের নয়। আর আমাদের ভয় এবং লোভ দুটো থেকেই মুক্ত রাখুন। হিংসা থেকে মুক্ত করে পূত পবিত্র করে দিন আমাদের হ্রদয়কে। আমরা তোমারই কাছেই আশ্রয় প্রার্থণা করি।
২০: আমরা চাই না সে স্বর্গ যেখানে বসবাস করে মিথ্যাবদীরা এর চেয়ে বরং জ্বলন্ত লেলীহান আগুনের শিখা প্রজ্জ্বলিত নরকে নিক্ষেপীত করুন যেখানে নেই কোন মুর্খতা, ভন্ডামী,অন্ধত্বতা আর কপটতা। অবশ্যই তুমি সর্বোচ্চো তত্ব জ্ঞানী।
২১: নিঃশ্চই মনের গহীন কোনে লুকিয়ে থাকা প্রশ্ন উত্থাপন করা অপরাধ নয়। সত্য জানতে চাওয়া অন্যায় নয় । যারা সত্যের আলোকে সহ্য করতে না পেরে উগ্রভাবে আক্রমণ চালায়, নূরানী বানী পেশ করে, হে অজানা তাদের কাছ থেকে আমাদেরে শত সহস্র কোটি আলোক বর্ষ দূরে রাখুন।
২২: হে অচেনা আমরা অলো চাই প্রকৃত সত্যের আলো। আমরা কারও অন্ধকার গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে চাই না।আমরা যা জানিনা সে সম্পর্কে মিথ্যা জ্ঞান জাহির করি না। নিঃশ্চই তুমি আমাদের মিথ্যা থেকে দূরে রাখবে। আর আমরা তো সেই কমনাই করি।
২৩: ক্ষমা করুন তাদের যারা কিছুই জানে না, ক্ষমা করুন তাদেরকেও যারা না জেনে মিথ্যার অনুসারী হয়ে মিথ্যার স্তুতি করে।
২৪: যারা অবুঝ তাদের বোধশক্তি দান করুন আর উগ্রবাদীদের শান্ত করুন যারা পেশি শক্তিতে মিথ্যা ধরে রাখতে চায়।
২৫: মানব জাতিকে জ্ঞান দান করুন যা তাদের জন্য সময় উপোযাগী ও কল্যাণকর। নিঃশ্চই সত্যের আঘাতে চুর্ণ বিচুর্ণ হবে মিথ্য, ধুলিস্যাৎ হয়ে ধ্বংস হয়ে যাবে মিথ্যা।
****************************************************************
পড়ুন বার্তা ২: কুয়া।
পড়ুন বার্তা ৩: 'ফেসবুক'
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০