'কথানুকাব্য'-১
::রবিউল করিম ::
লুল লুলা লুল লুলরে লুল......
ফুটল জিভে কথার ফুল।
উনরা মোদের দেশের মূল,
বলতে কথা বকেন ভুল।
কথার কথা বলেই শূল,
রইল না আর জাতের কূল।
এবার সাধু বুঝবে ভুল,
কান টানিব আসবে চুল;
ভাংবে চুড়ি ছিড়বে দুল,
খাটবে না আর আইন রুল।
দেশের নেতাও মারেন গুল,
করব দুটি পদ্মা পুল।
ক্যান বলিলাম এমন বুল,
কই মিলিবে টাকার কুল।
ওয়ার্ল্ড ব্যাংকের খেয়ে হূল,
ভেস্তে গেল পদ্মা পুল।
কী লাভ হল মেরে গুল,
কথার কথাও কন্ঠশূল।
ভুল ভুল ভুল সবই ভুল,
লুল লুলা লুল লুলরে লুল।
লুল-ইংরেজি LOLএর ব্যাঙ্গাত্মক সংক্ষেপ, LOL Lough Out Loudly- অট্টহাসি, দুল- কানের গহনা, পুল-সেতু, বুল-বুলি, কথা
টাকানুকাব্য-১
::রবিউল করিম ::
তাক ধিনাধিন ধিনাক তা,
এই তোরা সব শুনেই যা।
শুনবি যদি নাচাস পা,
কান দুখানি করবি হাঁ।
চলছে কথা শহর গাঁ,
রক্ষা বুঝি এবার না।
ব্যাংক লকারে মেরে ঘা,
দুহাত খুলে বানিয়ে বা'।
টাকা মেরে চালিয়ে পা,
'হলমার্ক' হয় পাত্তা লা।
কাগজপাতি লাগবে যা,
ঠিক রেখেছে কর্তা রা।
রূপসী ব্রাঞ্চ মে দুদক আ',
দেখল গুজব মিথ্যা না।
মারছে 'তানু' পারছে যা,
হিসাব দিলেন কর্তা টা।
প্রতিমন্ত্রী এলেন সাঁ,
মাঠে নেমেই দুদক হাঁ।
আবুল মালের টাকে তা',
হাজার কোটি টাকাই না!
হাঁ- মুখ হাঁ, বা'-(প্রসারিত দুই হাত কে আরবীতে বা' বলে), পাত্তা লা- লা পাত্তা, আরবী লা-না/নাই,রূপসী- রূপসী বাংলা হোটেল, মে- (হিন্দি) মধ্যে, আ'- হিন্দি আয়া এর সংক্ষেপ, তানু- (সংক্ষেপে) হলমার্ক এর এমডি তানভীর, তা'- তাপ, উত্তাপ
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:২২